চাল্লুর ফল

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ
চাল্লু গেল ফল কিনতে। তাকে হয়তো তোমরা চেন না। তার মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি খেলা করে।
দোকানদার: ভাই, কোন ফল দিমু?

চাল্লু: ভালো দেখে একটা কাঁঠাল দেন।

দোকানদার: এই নেন, খুব ভালো কাঁঠাল।

চাল্লু: আচ্ছা থাক, কাঁঠাল লাগবে না। এটার বদলে আপনি আম দেন এক কেজি।

দোকানদার: আচ্ছা, এই নেন আম।

চাল্লু আম নিয়ে টাকা না দিয়ে দোকান থেকে বের হয়ে গেল। দোকানদার পেছন পেছন দৌড়ে বের হলো—

দোকানদার: ভাই, টাকা না দিয়া যাইতেছেন যে!

চাল্লু: কিসের টাকা?

দোকানদার: আম নিলেন যে!

চাল্লু: আম তো কাঁঠালের বদলে নিলাম।

দোকানদার: তাইলে কাঁঠালের টাকা?

চাল্লু: কাঁঠাল তো নিই নাই, টাকা দেব কেন? আজব তো!

বলতে বলতে চাল্লু একটা কাঁঠালগাছের নিচে গিয়ে দাঁড়াল। আর ঠিক সে সময় তার মাথার ওপর আরাম করে পাকা কাঁঠাল খাচ্ছিল একটি কাক। চাল্লুর কাণ্ড দেখে বিরক্ত হয়ে বিশাল কাঁঠালটা নিচে ফেলে দিল সে। কাকের টার্গেটা কি অত সহজে মিস হয়, বলো?

 চতুর্থ শ্রেণি