কুকো

ছোটবেলা থেকে আমি পশুপাখি ভালোবাসি। কিন্তু আমি এ পর্যন্ত সব ভালোবাসার পশুপাখিই হারিয়েছি। আমার বাবা আমাকে একবার এক জোড়া কাকাতুয়া কিনে দেন। এক বছর পর কাকাতুয়া পাখির বাচ্চা হয়। একটি বাচ্চার নাম রাখি কুকো। সবচেয়ে ভালোবাসার পাখি।

একবার কোনোভাবে পাখির খাঁচার দরজা খোলা থাকায় কুকো উড়ে যায়। সবাই বলে, পাখি উড়ে গেলে আর কোনোদিন ফিরে আসে না। কিন্তু ঘটল উল্টোটা। কুকো ফিরে এল! তারপর অনেক দিন পর গত মে মাসের ২২ তারিখে কুকো আমাদের ঘরের ফ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেল।

কুকোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু ও তো আর এই পৃথিবীতেই নেই। তবু কুকোর প্রতি আমার ভালোবাসা একই রকম থাকবে। কারণ, কুকো আমার জীবনের প্রথম ভালোবাসার পাখি।

পঞ্চম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা