স্কেচ বোর্ড দিবস

ছোটবেলার আঁকাবুঁকির দিনগুলো মনে পড়ে? বাবার সংসার খরচের খাতা কিংবা মায়ের সুন্দর সাদা শাড়ির আঁচলকে ক্যানভাস বানিয়ে শুরু হয়ে যেত কাঁচা হাতের অঙ্কনশৈলী। ঘরের দেয়াল, মেঝে—কিচ্ছু যেন বাদ যেত না। একটু বড় হতেই হাতে উঠল পাথুরে স্লেট। খড়িমাটি দিয়ে আঁকাআঁকি তাতে। আধুনিকতার ছোঁয়ায় বদলে গেল সব। পাথুরে স্লেটের জায়গায় এল ম্যাজিক স্লেট, ম্যাকানিক্যাল স্কেচ বোর্ড। রঙিন চৌকোনা ফ্রেমের ভেতর ধূসর বর্ণের স্ক্রিন। নিচের দিকে দুপাশে সাদা রঙের গোল দুটি নব। সেই নব ঘুরিয়ে উল্লম্ব-আনুভূমিক দাগ টেনে টেনে দারুণ কিছু এঁকে ফেলা। আবার পছন্দ না হলে মুহূর্তে মুছে ফেলা।
ফরাসি উদ্ভাবক অন্দ্রে কাসাগনেস প্রথম উদ্ভাবন করেন এই খেলনা স্কেচ বোর্ড। ওহিও আর্ট কোম্পানি প্রথম এটির উৎপাদন শুরু করে এবং পরবর্তীকালে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্পিন মাস্টার এটির উৎপাদন স্বত্ব পায়। ১৯৬০ সালের ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছিল বলে প্রতিবছর এই দিনটি এচ এ স্কেচ ডে বা স্কেচ বোর্ড দিবস হিসেবে পালিত হয়।

ডে’জ অব দ্য ইয়ার অবলম্বনে কবীর হোসাইন