নীল হাতি ও হলদে পাখি

আমার একটা নীল হাতি আছে। সেই নীল হাতি দূরে একটা সবুজ পাহাড়ে থাকে। সবুজ পাহাড়ের দেশে একটি নীল নদী বয়ে চলেছে। নদীর কিনারে কলাগাছের ঝোপ আছে। সকালে আমার নীল হাতিটি নদীর পাড়ে কলাগাছ খেতে গিয়ে দেখে, সেখানে একটি হলদে পাখি মন খারাপ করে বসে আছে। হাতিটি পাখিকে বলল, ‘কেন তোমার মন খারাপ?’ 

হলদে পাখি বলল, ‘কিছু দুষ্টু বাচ্চা আমার ডানাটি ভেঙে দিয়েছে। তাই আমি আর উড়তে পারছি না। আমার বন্ধুরা আমাকে ফেলে খাবারের খোঁজে চলে গেছে। এখন আমি একদম একা। তাই আমার মনটা খারাপ।’ 

হাতিটি কলাগাছ খাওয়া বাদ দিয়ে বলল, ‘ও, এই ব্যাপার! আ রে, তুমি অত চিন্তা করছ কেন! তোমার কোনো চিন্তা নেই। আমি তো আছি। আমার এই বিশাল শুঁড়টি দিয়ে তোমাকে উড়তে সাহায্য করব। তুমি একটু অপেক্ষা করো ভাই, আমি কলা গাছটি খেয়ে শক্তিটা বাড়িয়ে নিচ্ছি…।’

 লেখা ও আঁকা: আত্মজা রুশতি
প্রথম শ্রেণি, গণভবন সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা