এই শহরে বিষ্টি আসে

বিষ্টি নামের একটি মেয়ে প্রায় প্রতিদিন কাঁদে
কান্না শুনেই আমি সেদিন দৌড়ে গেলাম ছাদে
একটু থামি, খেয়াল করি, একটু একটু বাদে
কান্না চেপে পালায় গিয়ে দূর আকাশের চাঁদে
চোখের সামনে ঘটছে এসব ম্যাজিক নির্বিবাদে!

বিষ্টি নামের একটি মেয়ে জানলা দিয়ে আসে
এদিক-ওদিক ভিজিয়ে দিয়ে মুচকি মিষ্টি হাসে
ঠান্ডা হাসির ছোঁয়া দিয়ে বলছে ভালোবাসে
দেখছি আমি আমার খেলনা পানির মধ্যে ভাসে
এরই মধ্যে আকাশ আবার বোমার মতো কাশে!

এই শহরে বর্ষা আসে বিষ্টি নিয়ে রাতে
মেঘের কাছে অনেক খেলা রাখছে নিজের হাতে
কিছু খেলা মজুত আছে মেঘের কালো দাঁতে
এসব জেনে সত্যি বলি, নেই সমস্যা তাতে
আমার কেবল ভয়টা আসে ঝিলিক বজ্রপাতে!
আঁকা: সারাফ ওয়াফি
কিন্ডারগার্টেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ, সিলেট