বিষ্টি

আকাশজুড়ে মেঘের খেলা

বাতাসজুড়ে বিষ্টি,

গাছের পাতা কাঁপছে আহা

দেখতে কী যে মিষ্টি।

কলাপাতায় বিষ্টি বাজে

ঝুমুর নাচে নর্তকী,

বিষ্টি ছাড়া গাছের পাতা

এমন তালে নড়ত কি?

চিলেকোঠায় ভেজা শালিখ

আপন মনে সাজ করে,

চঞ্চু দিয়ে গায়ের ভেজা

পালকগুলি ভাঁজ করে।

হাঁসেরা সব সদলবলে

উদাস করা দিষ্টিতে

উঠানটাকে পুকুর ভেবে

সাঁতার কাটে বিষ্টিতে।

আকাশ এত কাঁদছে কেন

কেউ কি তাকে গাল দিল?

ছিঁচকাঁদুনে মেঘের সাথে

গাছগুলি কি তাল দিল?

সকাল গেল দুপুর গেল—

বিকেল হয়ে এল কি?

আচ্ছা মাগো তুমিই বলো

মেঘেরা আজ পেল কি?