শ্রাবণের বৃষ্টিতে ঈদ

আঁকা: আদিবা নওশিন
আঁকা: আদিবা নওশিন

শ্রাবণ মাস। কখনো ইলশেগুঁড়ি, কখনোবা মুষলধারে বৃষ্টি হচ্ছে। ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ করে। আমরা ঘরে বসে আছি, আমরা স্কুলে যাচ্ছি না। এখন কেউ ছাতা আর মাস্ক ছাড়া বাইরে বেরোতে পারে না। সব জায়গায় কাদা, আর সব জায়গায় করোনাভাইরাসের ভয়। বৃষ্টি আর কাদা ভালো, ভাইরাস খুব ভয়ানক। এত কিছুর পরও গাছে গাছে কদম ফুল ফুটেছে, জুঁই ফুল সুবাস ছড়াচ্ছে। আনারস আর পেয়ারার মতো প্রিয় ফলেও ভরে গেছে চারপাশ। রুমঝুম বৃষ্টিতে মা খিচুড়ি রাঁধেন, সঙ্গে ইলিশ ভাজা। কী যে দারুণ ব্যাপার! আর এই বৃষ্টিতে ভিজতে পারার আনন্দটা কাউকে নিশ্চয়ই বলতে হবে না। তবে অতিবৃষ্টিতে বন্যাও শুরু হয়েছে। সামনে ঈদুল আজহা। তাই আমার প্রিয় গোল্লাবন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা কষ্টে আছে, ওরাও যেন ভালো থাকে।

ওদের জন্য যেন আমরা সবাই মিলে কিছু করি।

নবম শ্রেণি, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর