মিঁয়াও দিবস

শখের পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর বহু পুরোনো। গা ঘেঁষা স্বভাবের জন্য মনিবের কাছেও বেশ প্রিয়। একাকিত্ব দূরে ঠেলতে বিড়ালের মতো বন্ধু আর হয় না। স্বভাবে তুলনামূলক শান্ত, জীবনযাপনে পরিচ্ছন্ন, চলনবলনে কেতাদুরস্ত, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতাসম্পন্ন এবং রীতিমতো আরামপ্রিয় বলে শুধু নিঃসঙ্গতার সঙ্গীই নয়, স্বাস্থ্যগত উপকারও রয়েছে বিড়াল পোষার। গবেষণা বলছে, বিড়ালের গলার আদুরে গরগর আওয়াজ রক্তচাপ কমাতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিড়ালের সঙ্গ বেশ কার্যকর।

আজ ৮ আগস্ট, আন্তর্জাতিক বিড়াল দিবস। ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের উদ্যোগে ২০০২ সালে যাত্রা শুরু হয় এ দিবসের। এরপর থেকে প্রতিবছর যথারীতি বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

ডে’জ অব দ্য ইয়ার অবলম্বনে কবীর হোসাইন