থার্টি ফার্স্ট নাইট

অলংকরণ:তুলি
অলংকরণ:তুলি

থার্টি ফার্স্ট নাইটে সবাই মিলে ঠিক করলাম মজার কিছু করব! কয়েকটা কাগজের টুকরায় পছন্দমতো মজার কাজ লিখলাম। কৌতুক, গান, নাচ...সবাই একটা করে কাগজ তুলল। যার যেটা এসেছে, সে সেটাই করল। সব শেষে এল বর্ষার পালা। তাকে বললাম, ‘আপু, তোমার যেটা আসছে, সেটা করে দেখাও।’ আমার বলা শেষ হতেই ও ছোট বাচ্চার মতো হামাগুড়ি দেওয়া শুরু করল। আমি বললাম, ‘এ কী আপু! কী করো? বর্ষা বলল, ‘আমার কাগজে লেখা আছে “ক্যাটওয়াক”। মানে বিড়ালের মতো হাঁটা। তা-ই করলাম।’
বাচ্চাটা নার্সারিতে পড়ে। ইংরেজির বাংলা যে বুঝতে পেরেছে, এটাই অনেক!
মুসতারি সরকার