ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাব পড়েছে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্র উপকূলে। সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। এর প্রভাব দেখা দিয়েছে রাজধানীতেও। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দুপুরে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলে সন্ধ্যা পর্যন্ত।