আজ ১৭ মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। স্মরণ আর উৎসবে দেশ আজ তার মুক্তির মহানায়ককে স্মরণ করছে। গত বছর এই দিনে ছিল তাঁর শততম জন্মবার্ষিকী। করোনা মহামারির কারণে গত বছর সূচি অনুযায়ী মুজিব বর্ষ উদযাপন করা যায়নি। এবার স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ। সঙ্গে ইতিহাসের এই মহাপুরুষকে ভালোবাসা জানাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবন সাজানো হয়েছে লাল-সবুজের আলোকসজ্জায়। সড়কগুলো সজ্জিত হয়েছে বঙ্গবন্ধুর ছবি ও প্রতিকৃতিতে।