ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। নানা ধরনের পশুপাখি দেখতে নানা বয়সী মানুষের ঢল নেমেছে। পশুপাখি রাখা খাঁচার সামনে দর্শনার্থীদের জটলা। কেউ কিছুক্ষণ অবস্থান করে সময় নিয়ে দেখছেন, কেউবা একটু দেখেই ছুটছেন অন্য পশুপাখি দেখার জন্য। কেউ কেউ প্রাণীদের সঙ্গে সেলফি তুলছেন। আবার ফুটবল খেলা দেখিয়ে দর্শনার্থীদের মাতিয়ে রেখেছে দুই হাতি। চিড়িয়াখানার ভেতরে মিনি শিশুপার্কে আনন্দে মেতেছে শিশুরা। খেলনা ঘোড়া, ট্রেন ও স্লিপারে চড়েছে তারা। চিড়িয়াখানার ভেতরের রাস্তাগুলো মানুষে পূর্ণ। শিশু-কিশোর, তরুণ-তরুণী, মধ্যবয়সী, বৃদ্ধ—সব বয়সী মানুষ ভিড় করেছেন চিড়িয়াখানায়।