উত্তরের অন্যতম বৃহৎ ধানের মোকাম রণবাঘা। ভোরবেলা থেকে ধান বেচাকেনায় জমে ওঠে বাজারটি। সেখানে মৌসুমের এ সময়েই ধানের বেচাকেনা হয় সবচেয়ে বেশি। কৃষকেরা ভোর থেকে বিক্রির জন্য ধান বস্তায় ভরে নিয়ে আসেন। মিনিকেট, জিরাশাইল, পারিজাত ও ব্রি-২৮ এর মতো চিকন জাতের ধান বেশি বেচাকেনা হয়। স্থানীয় আড়তদারেরা কৃষকদের কাছ থেকে ধান কিনে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এই সময়ে প্রায় ১৫০ থেকে ২০০ ট্রাক ধান বেচাকেনা হয় বলে জানালেন ব্যবসায়ীরা। বগুড়ার নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার কৃষকেরা মূলত এখানে বেশি ধান বিক্রি করতে আসেন।