কক্সবাজারে পানিবন্দী মানুষ
কক্সবাজারের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। চকরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। পানি সরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, সড়ক। আবার যেসব এলাকায় পানি সরে গেছে, সেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। ভেসে গেছে ফসলি জমি ও চিংড়ির ঘের। চাহিদার তুলনায় ত্রাণ তৎপরতাও কম। গতকাল শুক্রবার তোলা ছবি।