কয়েক দিনের পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে গেছে। হাওর রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে বোরো ফসলের ক্ষতি হয়েছে বেশ। হাওরপারের কৃষকেরা কাঁচা বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে পানি নিচে বোরো ধানের খেত। গত এক সপ্তাহে সিলেটের কিছু হাওরের পানি কমেছে। টানা কয়েক দিন পানিতে তলিয়ে যাওয়া বেশির ভাগ বোরো ফসলে পচন ধরেছে। হাওরের পানি থেকে বের হচ্ছে কাঁচা ধানের পচা গন্ধ। সিলেট সদরের বেশ কয়েকটি হাওরের সবুজ বোরো খেত এখন বিবর্ণ রূপ ধারণ করেছে। পানিতে নেমে ধান কাটছেন কেউ কেউ। সিলেট সদরের বাইশটিলা ও পিঠাগড়া এলাকার উফতার হাওরের চিত্র।