পবিত্র ঈদুল ফিতরের আগে চিকন সেমাইয়ের পল্লি বেশ সরগরম। সেখানে কর্মব্যস্ত নারীরা। এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় চার শতাধিক নারী। বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে বেজোড়াঘাটপাড়া, শ্যামলাক্যাথিপাড়া, কালশিমাটি, শ্যামবাড়িয়া, রবিবাড়িয়াসহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। সেখানে নারীরা দিন-রাতে বিদ্যুৎ–চালিত মেশিনে চিকন সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সেমাই তৈরির কাজে নিয়োজিত নারীদের অভিযোগ, প্রতি বস্তা ময়দার সেমাই তৈরি করে মজুরি পান মাত্র ২০০ টাকা। এই অল্প মজুরিতে তাঁদের চলে না। তাই তো মজুরি বাড়ানোর দাবি করেছেন তাঁরা।