কোরবানির ঈদ সামনে রেখে লকডাউনের মধ্যে বগুড়ায় মহাস্থান পশুর হাট জমে উঠেছে। বিক্রির জন্য দূর–দূরান্ত থেকে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের। চলছে জমজমাট বেচাকেনা। তবে হাটে আসা ক্রেতা–বিক্রেতাদের মধ্যে করোনা নিয়ে নেই সচেতনতা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। গতকাল বুধবার মহাস্থান পশুর হাটে তোলা হয়েছে এসব ছবি।