সনাতন ধর্মাবলম্বীর পুণ্যার্থীরা পাপমোচনের আশায় এবং মনের আশা পূরণে স্নানোৎসবে অংশগ্রহণ করতে এসেছেন। স্থানীয় লোকজনের মতে, প্রায় ২০০ বছর ধরে দুর্গাসাগরে হয়ে আসছে এই পুণ্যস্ন্যান। বিভিন্ন অঞ্চল থেকে মাধবপাশার দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নান করতে আসেন হাজারো পুণ্যার্থীরা। দিনের প্রথম প্রহর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই স্নানোৎসব। শুক্লপক্ষের অশোকা অষ্টমী তিথিতে এই পুণ্যস্নান হয়ে থাকে। পুণ্যস্নানের আগে অনেকে ব্রাহ্মণের কাছ থেকে মন্ত্র পড়িয়ে পাপ মোচন করিয়ে নেন। ৯ এপ্রিল বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৬
পাপমোচনের আশায় পুণ্যস্নানের আগে ব্রাহ্মণের কাছ থেকে মন্ত্র পড়িয়ে নিচ্ছেন পুণ্যার্থীরা
২ / ৬
স্নানের আগে পুণ্যার্থীরা পূজাপাঠ সেরে নিচ্ছেন
৩ / ৬
পূজা শেষে প্রণাম করছেন এক পুণ্যার্থী
৪ / ৬
পুণ্যস্নান শেষে সিঁদুর পানিতে ফেলার আগে প্রার্থনা করছেন এক পুণ্যার্থী
৫ / ৬
স্নানোৎসবে পূজা শেষে পূজার সরঞ্জাম পানিতে ভাসিয়ে দিচ্ছেন দুই পুণ্যার্থী
৬ / ৬
পুণ্যার্থীরা পূণ্যস্নান করতে দুর্গাসাগর দিঘির পানিতে নামছেন