কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে গতকাল সোমবারের আগুনে প্রায় ১০ হাজার ঘর পুড়ে গেছে। বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে ৫০ জন আহত। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পোড়া ভিটায় লোকজন হাতড়ে ফিরছে যদি কিছু অবশিষ্ট থাকে, সে আশায়। খোলা আকাশের নিচে রাত কাটিয়ে সকাল হতেই কেউ কেউ মাথার ওপর ছাউনি টানানোর তোড়জোড় শুরু করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মন্তব্য করুন