উত্তরের ঈদযাত্রায় এবারও স্বস্তির আশা নেই। বগুড়ায় চলছে মহাসড়কে চার লেনের কাজ। শহরের তিনমাথা থেকে মহাস্থান পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কই খানাখন্দে ভরা। তিনমাথায় চলছে রেলওয়ে উড়ালসেতুর নির্মাণকাজ। আবার চারমাথা, বারপুর ও মহাস্থানের নির্মাণ করা হচ্ছে উড়ালসেতু। উড়ালসেতু নির্মাণ করতে গিয়ে কোথাও কোথাও সড়ক সংকুচিত হয়েছে। যানবাহন চলছে একমুখী। যানবাহনের চাপ একটু বাড়লেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। ফলে, ঈদযাত্রায় থাকছে সড়কে ভোগান্তির আশঙ্কা।