বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর গ্রামের মিয়াবাড়ি মসজিদ প্রাচীন স্থাপত্যশৈলীর অন্যতম আকর্ষণ। মুঘল আমলে নির্মিত বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ এটি। ধারণা করা হয়, ১৮০০ খ্রিষ্টাব্দে দ্বিতল মসজিদটি নির্মাণ করা হয়েছে। কারুকার্যমণ্ডিত মসজিদটির নিচে রয়েছে ছয় দরজাবিশিষ্ট কামরা। অবশ্য দ্বিতীয় তলায় মূল মসজিদের আসল সৌন্দর্য ফুটে উঠেছে। এই অংশজুড়ে রয়েছে চমৎকার সব নকশার কাজ। মূল মসজিদের রয়েছে তিনটি দরজা। রয়েছে আটটি বড় মিনার। বড় মিনারগুলোর মধ্যে রয়েছে ছোট আরও ১২টি মিনার। মসজিদের মাঝখানে রয়েছে তিনটি গম্বুজ। সবচেয়ে বড় গম্বুজটির ভেতরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার পর বসার খোলা জায়গা রাখা হয়েছে। মসজিদের পূর্ব ও পশ্চিম পাশে দুটি দিঘি রয়েছে, যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়েছে। দেশি-বিদেশি পর্যটকেরা প্রাচীন মসজিদটি দেখতে আসেন।