বাকবাকুম পায়রা
কেউ নিজের প্রশান্তির জন্য, কেউ আবার বাণিজ্যিক লাভের আশায় গ্রামে অথবা শহরে পায়রা পালন করেন। এসব পায়রার বাহারি নামও থাকে। সকাল কিংবা দুপুরবেলা পায়রার দল খাবারের খোঁজে লোকালয়ে আসে। পায়রার যেমন সৌন্দর্য আর রঙের ভিন্নতা রয়েছে, তেমনি আছে জাতের পার্থক্যও। দল বেঁধে খাবারের সন্ধানে থাকা পায়রাগুলো নিজের মতো করে মেতে ওঠে খুনসুটিতে। বাকবাকুম শব্দে খুনসুটিতে ব্যস্ত পায়রাগুলো। ঘাসের ভাঁজে ভাঁজে খাবার খোঁজা দুটি পায়রা একে ওপরের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০