পাবনায় পোষা প্রাণীদের জন্য দিনব্যাপী বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন ফেসবুকভিত্তিক সংগঠন পাবনা অ্যানিমেল লাভার হাব ও পাবনা বন্ধুসভা । এতে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে সহযোগিতা করেছে পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ার নামের একটি সংগঠন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিকিৎসাসেবা কার্যক্রম চলে। দিনব্যাপী এ কার্যক্রমে কুকুর, বিড়াল, খরগোশ ও পাখিসহ বিভিন্ন ধরনের শতাধিক প্রাণীকে প্রাথমিক চিকিৎসা প্রদান, কৃমিনাশক ওষুধ ও ভ্যাকসিন দেওয়া হয়। পরম যত্নে পোষা প্রাণী নিয়ে হাজির হয়েছিলেন মালিকেরা। বিভিন্ন নামে প্রাণীগুলোকে ডাকেন তাঁরা। প্রাণী চিকিৎসক এস এ মামুন আদরযত্নের মধ্যেই এসব প্রাণীকে চিকিৎসা দেন। সোমবার দিনভর পাবনা শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুল থেকে ছবিগুলো তোলা।