দেশের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব। ঢাকঢোল ও সানাই বাজিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।

১ / ১০
প্রতিমা বিসর্জনের সময় বাজানো হয় সানাই। দত্তবাড়ি এলাকার কদমতলী ঘাট, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ১০
বাজছে ঢাকঢোল। করতোয়া নদীসংলগ্ন কদমতলী ঘাট, বগুড়া
ছবি: সোয়েল রানা
৩ / ১০
প্রতিমা ট্রাকে নিয়ে বিসর্জনে যাচ্ছেন ভক্তরা। সরাইল-নাসিরনগর সড়ক, বড় দেওয়াপাড়া এলাকা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: বদরউদ্দিন
৪ / ১০
বিসর্জনের আগে দেবীকে সিঁদুরদান ও মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান এক ভক্ত। ওয়েস্টিনপাড়া, ফরিদপুর শহর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১০
সন্ধ্যার পর প্রতিমা বিসর্জন চলছে।মুলাটোল, নপুকুরপাড়, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন শেষ হয় নারায়ণগঞ্জে। ৩ নম্বর মাছঘাট এলাকা, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৭ / ১০
শেরপুরের গোপালবাড়ি এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুরে বিসর্জন
ছবি: দেবাশীষ সাহা রায়
৮ / ১০
শোভাযাত্রা শেষে সিলেট নগরের কিনব্রিজ এলাকার সুরমা নদীর চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
বিজয়া দশমীর দিনের পড়ন্ত বিকেলে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১০
নওগাঁর ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের আগে নৌবিহার। নওগাঁ শহরের লিটন ব্রিজ এলাকায়
ছবি: প্রথম আলো