ভাষার দিনে বইমেলায়

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে আজ। দিনটি সরকারি ছুটি হওয়ায় অমর একুশে বইমেলায় ছিল বাড়তি ভিড়। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই আবার ঢুঁ মেরেছেন বইমেলায়। এতে সকাল থেকেই মেলায় বিপুল লোকসমাগম দেখা গেছে। বেড়েছে বিক্রিও।

১ / ১০
মায়ের সঙ্গে বইমেলায় এসেছে শিশুটি। তার এক মুঠোয় মায়ের আঙুল, আরেক মুঠোয় বইয়ের ব্যাগ
২ / ১০
কড়া রোদ ও বৃষ্টির আশঙ্কা না থাকায় মেলায় ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করেন তরুণ-তরুণীরা
৩ / ১০
ছুটির দিন হওয়ায় অনেকেই সপরিবারে এসেছেন মেলায়
৪ / ১০
দর্শনার্থীদের ভিড়ের মধে৵ লেখক হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতি
৫ / ১০
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে
৬ / ১০
সোহরাওয়ার্দী উদ্যানের কৃত্রিম লেকে শোলার ভেলা নিয়ে খেলায় মগ্ন শিশুটি অনেকের নজর কাড়ে
৭ / ১০
মেলায় আগত অনেকেরই মুখেই দেখা যায়নি মাস্ক।
৮ / ১০
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে পড়ন্ত বিকেলে যেন জনসমুদ্রে পরিণত হয়।
৯ / ১০
শহীদ মিনার আর ভাষাশহীদদের ছবি শরীরে এঁকে মেলায় এসেছেন হানিফ নামের এই ব্যক্তি।
১০ / ১০
মেলা প্রাঙ্গণে যত দূর চোখ যায় মানুষ আর মানুষ