মন্দির–পূজামণ্ডপে ভাঙচুরের প্রতিবাদ

শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার ঘটনার জেরে দেশের বিভিন্ন জেলায় মন্দির-মণ্ডপ, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় একাধিক প্রাণহানিও ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ এসব ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে। তাঁদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী ব্যানার। তাঁরা এই ভাঙচুর ও হত্যা বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। এই শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনও এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয়। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ / ৯
রাজধানীর শাহবাগ মোড়ে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা
ছবি: দীপু মালাকার
২ / ৯
ভাঙচুর ও হত্যার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন নারীরা
ছবি: দীপু মালাকার
৩ / ৯
হাতে ছিল প্রতিবাদী ব্যানার
ছবি: দীপু মালাকার
৪ / ৯
শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন
ছবি: দীপু মালাকার
৫ / ৯
কপালে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
ছবি: দীপু মালাকার
৬ / ৯
প্রতিবাদ করছেন ইসকনের সদস্যরা
ছবি: দীপু মালাকার
৭ / ৯
শাহবাগে প্রতিবাদী শিক্ষার্থীদের একাংশ
ছবি: দীপু মালাকার
৮ / ৯
স্লোগানে স্লোগানে মুখর ছিল শাহবাগ
ছবি: দীপু মালাকার
৯ / ৯
শাহবাগ মোড়ে প্রতিবাদী মানুষের ঢল। এ সময় শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
ছবি: দীপু মালাকার