১ / ১০
ধলাই নদে চলছে চলছে পর্যটকবাহী নৌকা। কূলজুড়ে কাশফুলের মেলা।
২ / ১০
পানি কম থাকায় কিছু সময় হাঁটতে হয় পর্যটকদের।
৩ / ১০
সেখানে নৌকায় ঘোরাঘুরির পাশাপাশি ঘোড়ার পিঠেও চড়ে বেড়ানো যায়।
৪ / ১০
পানির স্রোত কিছুটা কম, টিউবে বসে স্রোতে ভাসছেন তাঁরা।
৫ / ১০
নদের ধারে কাশবন।
৬ / ১০
একে–অপরকে ভিজিয়ে দিচ্ছেন।
৭ / ১০
স্বচ্ছ জলে নিচের পাথরে বসে ছবি তুলে নিচ্ছেন একদল পর্যটক।
৮ / ১০
করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে পর্যটনকেন্দ্রগুলো যেন জেগে উঠছে।
৯ / ১০
কাশফুলে মোড়ানো সাদা পাথর এলাকা।
১০ / ১০
পর্যটকনির্ভর এক বিক্রেতা বসে আছেন তাঁর পণ্য নিয়ে।