টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় ৩০টি ছোট–বড় ঝরনা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এ হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। পানি এতটাই স্বচ্ছ যে সেখান থেকে হাওরের তলা পর্যন্ত দেখা যায়। বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। বছরের অন্য সময় সাধারণত পানি অনেক কম থাকে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পাশাপাশি ছোট ছোট সোয়াম্প ফরেস্ট, নিলাদ্রি লেক, বারিক টিলা, যাদুকাটা নদী, লাউড়ের গড়ও ঘুরে দেখতে পারেন।

১ / ১০
নৌকা থেকে বিশাল জলরাশি দেখা যায় এভাবে
২ / ১০
যাদুকাটা নদীর পেছনেই মেঘালয় পাহাড়
৩ / ১০
বালু তোলা ট্রলারগুলো নিয়মিত চলাচল করে
৪ / ১০
ওয়াচ টাওয়ারে লাইফ জ্যাকেট নিয়ে ঘুরে বেড়ায় কিশোরেরা
৫ / ১০
সন্ধ্যায় নীলাদ্রি লেকের অপরূপ দৃশ্য
৬ / ১০
যাদুকাটা নদীতে পাল তোলা নৌকা
৭ / ১০
যেতে যেতে চোখে পড়ে ছোট গ্রামগুলো
৮ / ১০
পাহাড় আর হাওরের জলে ভেসে চলে ট্রলারগুলো
৯ / ১০
ভোরের আলোয় টাঙ্গুয়ার হাওর
১০ / ১০
বিকেলের আলোয় টাঙ্গুয়ার হাওর