উজানের পাহাড়ি ঢল বা অকাল বন্যা হাওর এলাকার ফসলের বড় শত্রু। সুনামগঞ্জের হাওরে দুই দফা উজান থেকে নামা পাহাড়ি ঢলে চরম ঝুঁকিতে পড়েছে সব হাওর এলাকার বোরো ধান। ইতিমধ্যে বেশ কয়েকটি হাওরে বাঁধ ভেঙে ও বাঁধ উপচে ফসলহানি হয়েছে। হাওরে এখন একদিকে চলছে বাঁধ রক্ষার লড়াই, অন্যদিকে ফসল তোলার প্রাণপণ চেষ্টা। অনেক কৃষক আতঙ্কে আধা পাকা ধানই কেটে তুলছেন। সুনামগঞ্জের বিভিন্ন হাওর ঘুরে ছবিগুলো তোলা।