‘ঐ-একটি সমন্বিত কৌতূহল’ প্রদর্শনী
রাজপথে রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছিল যেদিন, সেই অমর একুশে ফেব্রুয়ারিতে বাংলা অক্ষরের শৈল্পিক উপস্থাপনের এক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীতে। হাজারীবাগে গজমহল স্কুলের পাশে মুক্তি ট্যানারি ১ ভবনে বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশনের আয়োজনে ‘ঐ–একটি সমন্বিত কৌতূহল’ শিরোনামে শুরু হয়েছে এই প্রদর্শনী। এক দল শিল্পীর উপস্থাপনায় বাংলা অক্ষরের দৃষ্টিনন্দন নানা রূপ ফুটে উঠেছে এখানে। সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এর কিউরেটর ও শিল্পী বিশ্বজিৎ গোস্বামী ছাড়াও অভিনয়শিল্পী ত্রপা মজুমদার, সাংবাদিক মুন্নী সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০