কাপ্তাই উদ্যানের প্রাণীরা

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের জাতীয় উদ্যানটি ১৩ হাজার ৫০০ একর জায়গার ওপর অবস্থিত। বন বিভাগের তথ্যমতে, প্রায় ২০০ বছর পুরোনো এই উদ্যান। সাধারণের প্রবেশ নিষেধ বিধায় বন্যপ্রাণীর আবাসস্থল গড়ে উঠেছে এ বনে। কাপ্তাই জাতীয় উদ্যান ঘুরে নানা প্রজাতির প্রাণীর ছবিগুলো তোলা হয়েছে।

১ / ৮
উল্লুক একটি বিলুপ্ত প্রায় প্রাণী। কাপ্তাই বন মুখবিট এলাকায় দেখা মিলেছে এ প্রাণীটির।
২ / ৮
লম্বা লেজী মুখপোড়া খয়েরি রঙের হনুমান। রামপাহাড় বন বিট এলাকায়।
৩ / ৮
দেশি বানর। সীতা পাহাড় এলাকায়।
৪ / ৮
বুনো হাতি খাদ্যের খোঁজে বনে চলাফেরার সময় উঠে এসেছে সড়কে। কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বন বিট এলাকায়।
৫ / ৮
বনের মাঝে হাতির দল। কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বন বিট এলাকায়।
৬ / ৮
লোকালয়ের আমবাগানে হাতির দল। জীপতলী হেডম্যান পাড়া এলাকায়।
৭ / ৮
হাসফা একটি তক্ষক প্রজাতির প্রাণী। কর্ণফুলী মুখবিট এলাকার ১০০ বছরের বেশি পুরোনো বাংলোর দেয়ালে দেখা মিলেছে হাসফাটি।
৮ / ৮
রক্তচোষা বনের ঝোপে বসে আছে শিকার ধরতে। কর্ণফুলী রেঞ্জের মুখবিট এলাকায়।