সারা বছর যে চামড়া সংগ্রহ হয়, তার বড় অংশই আসে কোরবানির ঈদের সময়। ঈদের দিন থেকেই সারা দেশে চামড়া বেচাবিক্রি জমে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোরবানিদাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তে বিক্রি করেন মৌসুমি ব্যবসায়ীরা। অনেক কোরবানিদাতা আবার মসজিদ ও মাদ্রাসায় চামড়া দান করেন। সেই চামড়াও আড়তে বিক্রি করে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। আড়তে চামড়া আসার পর লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।