ছড়িয়ে পড়ছে করোনা

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় করোনায় সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে শুরু করে যশোর, খুলনা, সাতক্ষীরাসহ আশপাশে ছড়িয়ে পড়েছে ডেলটা ধরনের সংক্রমণ। নতুন করে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহসহ অন্যান্য এলাকায়ও এই সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। মানুষের মৃত্যুও রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চিত্র তুলে ধরা হলো।

১ / ১০
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
ছবি: আনোয়ার হোসেন
২ / ১০
নওগাঁ সদর হাসপাতাল থেকে করোনা আক্রান্ত আব্দুল রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পরই তিনি মারা যান। হাসপাতালে প্রবেশের সময় জরুরি বিভাগের সামনে। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১০
অক্সিজেন দেওয়ার পর একটু স্বস্তি বোধ করেন শরিফুল। স্ত্রী অঞ্জনা মমতায় ঘিরে রাখেন তাঁকে। কুষ্টিয়া করোনা হাসপাতাল, কুষ্টিয়া।
ছবি: তৌহিদী হাসান
৪ / ১০
রাজশাহী নগরের শেখের চক এলাকার সাবিলা বেওয়া জ্বরে আক্রান্ত ছিলেন। সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। জরুরি বিভাগে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১০
পঞ্চান্ন বছর বয়সী বেবি রহমানের তিন দিন আগে করোনা শনাক্ত হয়েছে। গতকাল হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে তড়ি-ঘড়ি করে তাঁকে করোনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভর্তির জন্য অপেক্ষা করছেন ইজিবাইকে। এ সময় শ্বাসকষ্টে হাঁপাচ্ছিলেন। খুলনা ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা।
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১০
হাসপাতালে বেড়েছে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নমুনা দিতে এসেছেন মানুষজন। সিলেট করোনা বিশেষায়িত শহিদ শাসসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট।
ছবি: আনিস মাহমুদ
৭ / ১০
করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জ থেকে মায়ের সঙ্গে আসা শিশু তাসপিয়া আলম। সিলেট করোনা বিশেষায়িত শহিদ শাসসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট।
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকার রাবেয়া খাতুন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে তাঁর স্বজনেরা। পাবনা জেনারেল হাসপাতাল, পাবনা।
ছবি: হাসান মাহমুদ
৯ / ১০
করোনায় মারা যাওয়া আসমা আক্তারের মৃত্যুর পর তাঁর স্বামীকে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর মৃতদেহটি দাফনের জন্য নিয়ে যান কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা। করোনা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
ছবি: সৌরভ দাশ
১০ / ১০
স্বামী আবদুর সবুর করোনা আক্রান্ত হয়ে গত রোববার থেকে ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল থেকে তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ডাক্তার বলেছেন তাঁকে আইসিইউতে স্থানান্তর করতে হবে। কিন্তু সেখানে খালি নেই বেড। তাই আইসিইউ বেড পেতে স্ত্রীর কাকুতি। করোনা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
ছবি: সৌরভ দাশ