পথে পথে ভোগান্তি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শনিবার সারা দেশে সড়ক, রেল ও নৌপথে চলাচলে দুর্ভোগে পড়েছেন মানুষ। গন্তব্যে যেতে বাস–ট্রাক না পাওয়ায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে চলাচল করেছেন যাত্রীরা। এমনকি হেঁটেও গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হয়েছে। শিশু ও বয়স্কদের কষ্ট হয়েছে বেশি।

১ / ১৩
হাসপাতালে চিকিৎসা শেষে নেত্রকোনায় গ্রামের বাড়িতে ফিরতে চান এই রোগী ও তাঁর স্বজনেরা, কিন্তু বাস না পাওয়ায় পড়েছেন বিপাকে। পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন
২ / ১৩
কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছে সিএনজি, মোটরসাইকেল, লেগুনাসহ ছোট যানবাহনগুলো। তাই অনেকে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৩
অনেকেই অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসে দূরের পথে যাতায়াত করছেন। মেডিকেল মোড়, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
বাস বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে ট্রেনে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: দীপু মালাকার
৫ / ১৩
ভাড়া না বাড়ানো পর্যন্ত লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চমালিকেরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সদরঘাট, ঢাকা
ছবি: দীপু মালাকার
৬ / ১৩
শহরের মোড়ে মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি ও ইজিবাইক চলাচলে বাধা দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। এর মধ্যে সন্তানদের মোটরবাইকে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন এক মা। চাঁচড়া চেকপোস্ট, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা
৭ / ১৩
বাসস্ট্যান্ড ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কেন্দ্রীয় বাস টার্মিনাল, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৩
গন্তব্যে যেতে রেলস্টেশনে টিকিট নিতে ভিড় করছেন যাত্রীরা। চট্টগ্রাম রেলস্টেশন, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৯ / ১৩
প্রায় দুই ঘণ্টা গাড়ির জন্য সড়কে দাঁড়িয়ে থেকে ক্লান্ত শিশুটি বসে পড়েছে। খালামনি শিউলী বেগম ক্লান্ত জান্নাতকে আদর করছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৩
গন্তব্যে পৌঁছাতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি, মোটরসাইকেল, লেগুনা প্রভৃতি যানবাহনে গাদাগাদি করে ওঠেন যাত্রীরা। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৩
ঢাকা-বগুড়া মহাসড়কে চলছে ছোট ছোট যানবাহন। রাধারঘাট, শাজাহানপুর উপজেলা, বগুড়া
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
বাস-ট্রাক চলছে না। গন্তব্যে যেতে দুর্ভোগে পড়েছেন মানুষ। গাবতলী, ঢাকা
ছবি: জাহিদুল করিম
১৩ / ১৩
বিকল্প যান অটোরিকশা-ভ্যানে যে যেভাবে পারছেন গন্তব্যের পথ ধরছেন। ঢাকা-খুলনা মহাসড়ক, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান