মুখে নেই মুখের মাস্ক
বিশেষজ্ঞরা বলছেন, টিকা না আসা পর্যন্ত মাস্কই হলো টিকা। মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। বলা হয়েছে, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। এরপরও পথেঘাটে অনেকের মুখে মাস্ক নেই। আবার যাঁদের আছে, তাঁদের অনেকের মাস্ক থুতনিতে, কানের পাশে বা গলায় ঝোলানো। অথচ মাস্ক দিয়ে নাক ও মুখের পুরোটা ঢেকে রাখাটাই আসল কথা।
মাস্ক ব্যবহারের এই হেলাফেলার চিত্র রাজধানীর বিভিন্ন এলাকায় পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নগর ঘুরে ছবি তুলেছেন হাসান রাজা।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭