রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সড়ক, নৌপথ ও রেলপথে যাচ্ছে ঘরমুখো মানুষ। আজ যাত্রীদের চাপ অনেকটাই কম। সড়কগুলো অনেকটাই ফাঁকা। তবে সড়কপথে রাজধানী থেকে বের হওয়ার পথে সৃষ্টি হয় যানজটের। ঝুঁকি জেনেও মোটরসাইকেলে যাত্রা করেছেন অনেকেই।

১ / ৮
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়ার সময় বিদায় জানাচ্ছে এক শিশু। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা, ৯ জুলাই
ছবি: সাজিদ হোসেন
২ / ৮
ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন এক তরুণী। সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তাঁর পোষা বিড়ালটিকে। গাবতলী, ঢাকা, ৯ জুলাই
ছবি: আশরাফুল আলম
৩ / ৮
লঞ্চ টার্মিনাল অনেকটাই ফাঁকা। সদরঘাট, ঢাকা, ৯ জুলাই
ছবি: ইকবাল হোসেন
৪ / ৮
রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। গাবতলী এলাকায় আজ সকালে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। গাবতলী, ঢাকা, ৯ জুলাই
ছবি: আশরাফুল আলম
৫ / ৮
মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে যাচ্ছে এক পরিবার। গাবতলী, ঢাকা, ৯ জুলাই
ছবি: আশরাফুল আলম
৬ / ৮
ট্রেনে অপেক্ষায় রেললাইনের ওপর বসে আছেন যাত্রীরা। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা, ৯ জুলাই
ছবি: সাজিদ হোসেন
৭ / ৮
ঈদে লঞ্চে আজ যাত্রী একেবারেই কম। লঞ্চ ছাড়ার অপেক্ষায় যাত্রীরা। সদরঘাট, ঢাকা, ৯ জুলাই
ছবি: ইকবাল হোসেন
৮ / ৮
রাজধানীর সড়কগুলোয় নেই কোনো যানজট। বনানী, ৯ জুলাই
ছবি: সাজিদ হোসেন