রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউসের উন্মুক্ত মঞ্চে উদ্বোধন করা হয়েছে ‘শরৎ উৎসব-১৪২৮’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে এ অনুষ্ঠানের। এবার নিয়ে ১৬ বছর হলো শরৎ উৎসবের। শরৎ বন্দনা করে একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান।

১ / ১০
‘শরৎ উৎসব ১৪২৮’ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
২ / ১০
উৎসব প্রাঙ্গণ তখন নানা বয়সী মানুষের আনাগোনায় মুখর হয়ে উঠেছে, তাঁদের পরনে বাহারি পোশাক
৩ / ১০
শরৎ নিয়ে একক সংগীত পরিবেশন করছেন শিল্পী অনিমা রায়
৪ / ১০
আশ্বিনের আর দিনকয়েক বাকি। তারপর বিদায় নেবে শরৎ, আসবে হেমন্ত। শরতের এই বিদায়বেলাতেই রাজধানীতে শরৎ বন্দনার আয়োজন করেছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী
DIPU MALAKAR
৫ / ১০
নৃত্যের তালে তালে শরৎ উদ্‌যাপন
৬ / ১০
সকালের মিষ্টি রোদে শিল্পকলা একাডেমির সবুজে ঘেরা ফাঁকা প্রাঙ্গণের ছবি তুলতেই হবে
৭ / ১০
দলীয় নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
৮ / ১০
সকালের আলোছায়ায় শিল্পীদের খুনসুটি
৯ / ১০
উৎসবে যেন মেতে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ
১০ / ১০
অনুষ্ঠান শেষে শিল্পী-দর্শনার্থীরা যে যার মতো ছবি তোলায় ব্যস্ত