শীতের আগেই সেজেছে গ্রাম

ইটপাথরের নগরীতে শীতের আমেজটা আসে একটু দেরিতে। তবে গ্রামগঞ্জের চিত্রটা ভিন্ন। শিশিরকণা, হিমেল বাতাস, সন্ধ্যার মৃদু কুয়াশা আর ঘাসের ওপর বিছিয়ে থাকা শিউলির চাদরে মিলছে শীতের আগমনী বার্তা। হাটের মোড়ে মোড়ে শুরু হয়েছে ধোঁয়া ওঠা ভাপা পিঠার বিকিকিনি। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিতে গাছিদের কাটছে ব্যস্ত সময়। পাবনার বিভিন্ন এলাকা ঘুরে এমনই কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন হাসান মাহমুদ।

১ / ১২
কুয়াশার মাঝ দিয়ে সকালের সূর্যের উঁকি
ছবি: হাসান মাহমুদ
২ / ১২
সারা রাত শিশিরে ভিজে আরও সবুজ হয়েছে ঘাস
ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
প্রকৃতি জেগে ওঠার আগেই সকাল সকাল মহিষের গাড়ি নিয়ে ফসলের মাঠে কৃষক
ছবি: হাসান মাহমুদ
৪ / ১২
নদীর পাড়ে প্রাতর্ভ্রমণে লোকজনের আনাগোনা
ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
ঘন কুয়াশার মাঝে নৌকার সারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
হাঁটুপানি পেরিয়ে চরের জমির পানে কৃষকের যাত্রা
ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
খাবারের সন্ধানে নৌকার দাঁড়ে বসে দাঁড়কাকের অপেক্ষা
ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
কুয়াশায় মোড়া মেঠো পথ দিয়ে গন্তব্যে হেঁটে চলা
ছবি: হাসান মাহমুদ
৯ / ১২
শিশিরবিন্দুতে আটকা পড়েছে সকালের সূর্যের প্রতিচ্ছবি
ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
মোড়ে মোড়ে চলছে ভাপা পিঠার বিকিকিনি
ছবি: হাসান মাহমুদ
১১ / ১২
সকালের সূর্য ছুঁয়েছে শিশিরভেজা শিউলি ফুল
ছবি: হাসান মাহমুদ
১২ / ১২
রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করতে গাছিদের তাড়া
ছবি: হাসান মাহমুদ