ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে দিশেহারা হাওরপারের কৃষকেরা। ঢলের পানিতে বোরো ফসল হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। তলিয়ে গেছে হাওরের একমাত্র ফসল। ইতিমধ্যে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েকটি হাওর। এর আগে বাঁধ ভেঙে ও বাঁধ উপচে পানি ঢুকেছে। বোরো ফসল হারানোর ঝুঁকিতে জেলার অনেক হাওরপারের কৃষক। কৃষকেরা বলছেন, যদি বৃষ্টি আর পাহাড়ি ঢল বাড়ে, সবটুকু ফসল যাবে পানির তলে। ধান এখনো না পাকলেও তড়িঘড়ি করে ফসল তুলছেন কৃষকেরা। কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করলে কৃষকেরা প্রাণপণ চেষ্টা করছেন সফল রক্ষা করতে। প্রাকৃতিক বিপর্যয়ে হাওরের কৃষকদের এখন কষ্টের শেষ নেই। ছবিগুলো সম্প্রতি সুনামগঞ্জ সদরের দেখার হাওর ও শান্তিগঞ্জ ডাবর, কাড়ারাই, চিকারকান্দি এলাকা থেকে তোলা।