এক ঝলক (২৩ ডিসেম্বর ২০১৭)

১ / ১২
আসনের ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো বিধান নেই। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে জাহাজের ছাদে ও বারান্দায় এভাবে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। ২৩ ডিসেম্বর ২০১৭, নাইক্ষ্যংদিয়া, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথ, টেকনাফ। ছবি: গিয়াস উদ্দিন
আসনের ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো বিধান নেই। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে জাহাজের ছাদে ও বারান্দায় এভাবে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। ২৩ ডিসেম্বর ২০১৭, নাইক্ষ্যংদিয়া, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথ, টেকনাফ। ছবি: গিয়াস উদ্দিন
২ / ১২
যশোরের এমএসটিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ২৩ ডিসেম্বর ২০১৭, যশোর। ছবি: এহসান-উদ-দৌলা
যশোরের এমএসটিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ২৩ ডিসেম্বর ২০১৭, যশোর। ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ১২
শনিবার এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর উন্মাদনা যোগ দিয়েছেন একজন নাপিতও। হাভানা, কিউবা, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
শনিবার এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর উন্মাদনা যোগ দিয়েছেন একজন নাপিতও। হাভানা, কিউবা, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
৪ / ১২
ডানা মেলে বসে আছে দৃষ্টিনন্দন প্রজাপতি। সুলতানপুর, কিশোরগঞ্জ, ২২ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
ডানা মেলে বসে আছে দৃষ্টিনন্দন প্রজাপতি। সুলতানপুর, কিশোরগঞ্জ, ২২ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১২
চারদিকে শুধু সরিষার ফুল। মাঠে কাজে ব্যস্ত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে শিশুটি। মোহনপুর উধুনিয়া গ্রাম, উল্লাপাড়া সিরাজগঞ্জ, ২২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
চারদিকে শুধু সরিষার ফুল। মাঠে কাজে ব্যস্ত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে শিশুটি। মোহনপুর উধুনিয়া গ্রাম, উল্লাপাড়া সিরাজগঞ্জ, ২২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
৬ / ১২
শনিবার এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের সবখানে। বাদ যায়নি ফিদেল কাস্ত্রোর দেশও। হাভানা, কিউবা, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
শনিবার এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের সবখানে। বাদ যায়নি ফিদেল কাস্ত্রোর দেশও। হাভানা, কিউবা, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
৭ / ১২
এল ক্ল্যাসিকোর আগে রিয়াল মাদ্রিদের জার্সি পরে খেলায় মত্ত এই সমর্থক। হাভানা, কিউবা, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
এল ক্ল্যাসিকোর আগে রিয়াল মাদ্রিদের জার্সি পরে খেলায় মত্ত এই সমর্থক। হাভানা, কিউবা, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
৮ / ১২
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা।
৯ / ১২
বুড়ো হয়ে গেছেন রাজা-রানি। তাই বলে প্রেম তো আর ফুরিয়ে যায়নি! জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো রাজকীয় বাগানে হাঁটতে বের হয়েছেন। টোকিও, জাপান, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
বুড়ো হয়ে গেছেন রাজা-রানি। তাই বলে প্রেম তো আর ফুরিয়ে যায়নি! জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো রাজকীয় বাগানে হাঁটতে বের হয়েছেন। টোকিও, জাপান, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
১০ / ১২
আকাশে মেঘের ঘনঘটা। পাল্লা দিয়ে চমকাচ্ছে বিদ্যুৎ। এ সময় এমন দৃশ্যের অবতারণা হয়। বুয়েনস এইরেস, আর্জেন্টিনা, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
আকাশে মেঘের ঘনঘটা। পাল্লা দিয়ে চমকাচ্ছে বিদ্যুৎ। এ সময় এমন দৃশ্যের অবতারণা হয়। বুয়েনস এইরেস, আর্জেন্টিনা, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১১ / ১২
বড়দিন আসন্ন। বড়দিনের বড় আকর্ষণ সান্তা ক্লজের পোশাকে মানুষকে মুগ্ধ করার আয়োজন চলছে চারদিকে। অ্যাকুরিয়ামে সান্তা ক্লজের পোশাকে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন এক ব্যক্তি। সেলফি তুলে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করছেন এক দর্শনার্থী। প্যারিস, ফ্রান্স, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বড়দিন আসন্ন। বড়দিনের বড় আকর্ষণ সান্তা ক্লজের পোশাকে মানুষকে মুগ্ধ করার আয়োজন চলছে চারদিকে। অ্যাকুরিয়ামে সান্তা ক্লজের পোশাকে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন এক ব্যক্তি। সেলফি তুলে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করছেন এক দর্শনার্থী। প্যারিস, ফ্রান্স, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১২ / ১২
কী নিয়ে যেন মন খারাপ ছোট্ট মেয়েটির। কেঁদে-কেটে একাকার। মেয়েকে শান্ত করতে চুল আঁচড়ে দিচ্ছেন মা। তাতেও যদি মেয়ের মন ভালো হয়! শ্রীনগর, কাশ্মীর, ভারত, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
কী নিয়ে যেন মন খারাপ ছোট্ট মেয়েটির। কেঁদে-কেটে একাকার। মেয়েকে শান্ত করতে চুল আঁচড়ে দিচ্ছেন মা। তাতেও যদি মেয়ের মন ভালো হয়! শ্রীনগর, কাশ্মীর, ভারত, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স