এক ঝলক (১৩ আগস্ট ২০১৮)

১ / ১৮
ঝোড়ো বাতাসে ছড়িয়ে পড়েছে দাবানলের ধোঁয়া। গনগনে লাল পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য। এভিয়া, এথেন্স, গ্রিস, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
ঝোড়ো বাতাসে ছড়িয়ে পড়েছে দাবানলের ধোঁয়া। গনগনে লাল পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য। এভিয়া, এথেন্স, গ্রিস, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
২ / ১৮
কুষ্টিয়া সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। ১৩ আগস্ট, কুষ্টিয়া। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়া সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। ১৩ আগস্ট, কুষ্টিয়া। ছবি: তৌহিদী হাসান
৩ / ১৮
দীঘল সূর্যমুখী ফুলের বাগানে ঢাকা পড়েছেন এই নারী। বেলিগলি, নর্দান আয়ারল্যান্ড, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
দীঘল সূর্যমুখী ফুলের বাগানে ঢাকা পড়েছেন এই নারী। বেলিগলি, নর্দান আয়ারল্যান্ড, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
৪ / ১৮
শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ব্যক্তিদের সমাবেশে পাণ্ডার মুখোশ পরা একজন। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ব্যক্তিদের সমাবেশে পাণ্ডার মুখোশ পরা একজন। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
৫ / ১৮
সবুজের প্রাচুর্য নিয়ে গাছে ঝুলছে মাল্টা। খর্বপুড়িয়া এলাকা, খাগড়াছড়ি শহর, ১২ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
সবুজের প্রাচুর্য নিয়ে গাছে ঝুলছে মাল্টা। খর্বপুড়িয়া এলাকা, খাগড়াছড়ি শহর, ১২ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
৬ / ১৮
সিমেন্ট তৈরির জন্য ফ্লাই অ্যাশ নামে বিষাক্ত ছাই ব্যবহার করা হয়। নাকেমুখে সুরক্ষাবন্ধনী ছাড়াই সেই ছাইভর্তি বস্তা ট্রেন থেকে মাথায় করে ট্রাকে নিয়ে আসেন শ্রমিকেরা। স্বাস্থ্যঝুঁকি ও ফুসফুসজনিত রোগের আশঙ্কা নিয়ে এই কাজ করে যাচ্ছেন তাঁরা। জোড়াগেট, খুলনা, ১৩ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
সিমেন্ট তৈরির জন্য ফ্লাই অ্যাশ নামে বিষাক্ত ছাই ব্যবহার করা হয়। নাকেমুখে সুরক্ষাবন্ধনী ছাড়াই সেই ছাইভর্তি বস্তা ট্রেন থেকে মাথায় করে ট্রাকে নিয়ে আসেন শ্রমিকেরা। স্বাস্থ্যঝুঁকি ও ফুসফুসজনিত রোগের আশঙ্কা নিয়ে এই কাজ করে যাচ্ছেন তাঁরা। জোড়াগেট, খুলনা, ১৩ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
ঠিক মাথার ওপরই পদচারী-সেতু। কিন্তু তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন এই তরুণ। একাধিক ছবি জোড়া দিয়ে তৈরি। রায়েরবাগ, কদমতলী, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
ঠিক মাথার ওপরই পদচারী-সেতু। কিন্তু তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন এই তরুণ। একাধিক ছবি জোড়া দিয়ে তৈরি। রায়েরবাগ, কদমতলী, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
৮ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে ঢুকে পড়েছে একটি বাস। এ কারণে মাতুয়াইল বাসস্ট্যান্ড এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাতুয়াইল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে ঢুকে পড়েছে একটি বাস। এ কারণে মাতুয়াইল বাসস্ট্যান্ড এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাতুয়াইল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
৯ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেলে তিন আরোহী। কারও মাথায়ই নেই হেলমেট। মাতুয়াইল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেলে তিন আরোহী। কারও মাথায়ই নেই হেলমেট। মাতুয়াইল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
১০ / ১৮
ডোরাকাটা ফড়িং। ভেদভেদী, রাঙামাটি, ১৩ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
ডোরাকাটা ফড়িং। ভেদভেদী, রাঙামাটি, ১৩ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
বীজতলা থেকে ধানের চারা তুলছেন পাহাড়ি নারীরা। ঠাকুরছড়া নতুনবাজার এলাকা, খাগড়াছড়ি, ১৩ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
বীজতলা থেকে ধানের চারা তুলছেন পাহাড়ি নারীরা। ঠাকুরছড়া নতুনবাজার এলাকা, খাগড়াছড়ি, ১৩ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
১২ / ১৮
বিকেলে আপন খেয়ালে বিদ্যুতের তারে বসে আছে এক ঘুঘু। আড়াই মাইল, খাগড়াছড়ি, ১৩ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
বিকেলে আপন খেয়ালে বিদ্যুতের তারে বসে আছে এক ঘুঘু। আড়াই মাইল, খাগড়াছড়ি, ১৩ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
১৩ / ১৮
তালগাছের পাতার সঙ্গে বাসা বেঁধেছে বাবুই পাখি। ঝাঁজর সড়ক, শেরপুর, বগুড়া, ১৩ আগস্ট। ছবি: সবুজ চৌধুরী
তালগাছের পাতার সঙ্গে বাসা বেঁধেছে বাবুই পাখি। ঝাঁজর সড়ক, শেরপুর, বগুড়া, ১৩ আগস্ট। ছবি: সবুজ চৌধুরী
১৪ / ১৮
আসছে ঈদুল আজহা। কোরবানির পশু কাটাকুটির জন্য দা, ছুরি, বঁটিসহ বিভিন্ন গৃহস্থালি ধাতব যন্ত্র শাণ দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন কারিগরেরা। ২ নম্বর রেলগেট, ময়মনসিংহ, ১৩ আগস্ট। ছবি: আনোয়ার হোসেন।
আসছে ঈদুল আজহা। কোরবানির পশু কাটাকুটির জন্য দা, ছুরি, বঁটিসহ বিভিন্ন গৃহস্থালি ধাতব যন্ত্র শাণ দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন কারিগরেরা। ২ নম্বর রেলগেট, ময়মনসিংহ, ১৩ আগস্ট। ছবি: আনোয়ার হোসেন।
১৫ / ১৮
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পথের ধারের ট্যাবের পানিতে মাথা ভিজিয়ে নিচ্ছেন এক পরিবহনশ্রমিক। ইন্দিরা রোড, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: সাবরিনা ইয়াসমিন
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পথের ধারের ট্যাবের পানিতে মাথা ভিজিয়ে নিচ্ছেন এক পরিবহনশ্রমিক। ইন্দিরা রোড, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: সাবরিনা ইয়াসমিন
১৬ / ১৮
দুই বাসের মাঝখান দিয়ে অনেক কসরত করে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। শাহবাগ এলাকা, ঢাকা, ১৩ আগস্ট । ছবি: দীপু মালাকার
দুই বাসের মাঝখান দিয়ে অনেক কসরত করে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। শাহবাগ এলাকা, ঢাকা, ১৩ আগস্ট । ছবি: দীপু মালাকার
১৭ / ১৮
অফিস শেষ করে গণপরিবহনে করে ঘরে ফিরতে কর্মজীবী নারীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাংলামোটর, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
অফিস শেষ করে গণপরিবহনে করে ঘরে ফিরতে কর্মজীবী নারীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাংলামোটর, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
‘নিরাপদ সড়কের দাবিতে’ ছাত্র আন্দোলনের পর শেষ হতে যাচ্ছে ১০ দিনের ট্রাফিক সপ্তাহ। এরপরও সচেতন হয়নি অনেক পরিবহন কর্তৃপক্ষ। সিটিং সার্ভিস কিংবা গেটলকের নাম করে গাদাগাদি করে ধারণক্ষমতার বেশি যাত্রী নিচ্ছে অনেকেই। যাত্রাবাড়ী, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
‘নিরাপদ সড়কের দাবিতে’ ছাত্র আন্দোলনের পর শেষ হতে যাচ্ছে ১০ দিনের ট্রাফিক সপ্তাহ। এরপরও সচেতন হয়নি অনেক পরিবহন কর্তৃপক্ষ। সিটিং সার্ভিস কিংবা গেটলকের নাম করে গাদাগাদি করে ধারণক্ষমতার বেশি যাত্রী নিচ্ছে অনেকেই। যাত্রাবাড়ী, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার