এক ঝলক (১৮ আগস্ট ২০১৮)

১ / ১৫
৫০ বছরেরও বেশি সময় ধরে একে অন্যের জীবনসঙ্গী তাঁরা। চীনে ভ্যালেন্টাইনস দিবসের এক দিন আগে বয়স্ক দম্পতিদের নিয়ে বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে কনের সাজে সাজছেন ৮২ বছর বয়সের চেন সুজান। তিয়ানজিন, চীন, ১৬ আগস্ট। ছবি: রয়টার্স
৫০ বছরেরও বেশি সময় ধরে একে অন্যের জীবনসঙ্গী তাঁরা। চীনে ভ্যালেন্টাইনস দিবসের এক দিন আগে বয়স্ক দম্পতিদের নিয়ে বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে কনের সাজে সাজছেন ৮২ বছর বয়সের চেন সুজান। তিয়ানজিন, চীন, ১৬ আগস্ট। ছবি: রয়টার্স
২ / ১৫
ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। তাই এখন জমজমাট কোরবানির হাট। গরু ব্যবসায়ীরা সারা বছর এ সময়টার অপেক্ষায় থাকেন। সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা বেশ বেড়েছে। অনেকেই নৌকায় করে বাজারে নিয়ে আসছেন গরু। পিয়াইন নদ, হাদারপার, গোয়াইনঘাট, সিলেট, ১৭ আগস্ট। ছবি : আনিস মাহমুদ
ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। তাই এখন জমজমাট কোরবানির হাট। গরু ব্যবসায়ীরা সারা বছর এ সময়টার অপেক্ষায় থাকেন। সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা বেশ বেড়েছে। অনেকেই নৌকায় করে বাজারে নিয়ে আসছেন গরু। পিয়াইন নদ, হাদারপার, গোয়াইনঘাট, সিলেট, ১৭ আগস্ট। ছবি : আনিস মাহমুদ
৩ / ১৫
আদরের গরুটিকে নেওয়া হবে কোরবানির পশুর হাটে। বাড়ির আঙিনায় শেষবারের মতো গরুটির যত্ন করছেন কৃষক হানিফ দেওয়ান। কদম আলীর ডাঙ্গী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর ১৭ আগস্ট। ছবি: আলীমুজ্জামান
আদরের গরুটিকে নেওয়া হবে কোরবানির পশুর হাটে। বাড়ির আঙিনায় শেষবারের মতো গরুটির যত্ন করছেন কৃষক হানিফ দেওয়ান। কদম আলীর ডাঙ্গী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর ১৭ আগস্ট। ছবি: আলীমুজ্জামান
৪ / ১৫
পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করতে এভাবেই ঝুঁকি নিয়ে যাচ্ছে ঘরমুখী মানুষ। রেলস্টেশন, চট্টগ্রাম, ১৭ আগস্ট। ছবি: জুয়েল শীল
পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করতে এভাবেই ঝুঁকি নিয়ে যাচ্ছে ঘরমুখী মানুষ। রেলস্টেশন, চট্টগ্রাম, ১৭ আগস্ট। ছবি: জুয়েল শীল
৫ / ১৫
পবিত্র ঈদুল আজহার সময় ফ্রিজ তো অপরিহার্যই। কোরবানির মাংস সংরক্ষণের জন্য চাহিদা বেড়ে যায় রেফ্রিজারেটরের। তাই ঈদের আগে নতুন ফ্রিজ বাজারে ছাড়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অনেক ফ্রিজে নানা রকম ছাড় ও উপহারও পাওয়া যায়। বগুড়া, ১৭ আগস্ট । ছবি: সোয়েল রানা
পবিত্র ঈদুল আজহার সময় ফ্রিজ তো অপরিহার্যই। কোরবানির মাংস সংরক্ষণের জন্য চাহিদা বেড়ে যায় রেফ্রিজারেটরের। তাই ঈদের আগে নতুন ফ্রিজ বাজারে ছাড়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অনেক ফ্রিজে নানা রকম ছাড় ও উপহারও পাওয়া যায়। বগুড়া, ১৭ আগস্ট । ছবি: সোয়েল রানা
৬ / ১৫
পছন্দ করে গরু কিনে খুশিমনে বাড়ি ফিরছে একদল শিশু-কিশোর। বনানী গোল চত্বর, বগুড়া, ১৭ আগস্ট। ছবি: সোয়েল রানা
পছন্দ করে গরু কিনে খুশিমনে বাড়ি ফিরছে একদল শিশু-কিশোর। বনানী গোল চত্বর, বগুড়া, ১৭ আগস্ট। ছবি: সোয়েল রানা
৭ / ১৫
বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কের কিছু অংশ ভাঙাচোরা। সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের সময় এভাবেই ধুলায় ছেয়ে যায় চারপাশ। বরিশাল, ১৭ আগস্ট।  ছবি : সাইয়ান
বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কের কিছু অংশ ভাঙাচোরা। সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের সময় এভাবেই ধুলায় ছেয়ে যায় চারপাশ। বরিশাল, ১৭ আগস্ট। ছবি : সাইয়ান
৮ / ১৫
আঁশ ছাড়ানোর পর রোদে শুকাতে দেওয়া হয়েছে পাটকাঠি। এটি পাটশোলা নামেও পরিচিত। জ্বালানি ও ঘরের বেড়া তৈরির কাজে এই কাঠি ব্যবহৃত হয়। এ ছাড়াও ফটোকপি-প্রিন্টারের কালি ও ব্যাটারির কার্বন তৈরিতে কাঁচামাল হিসেবে বর্তমানে এই পাটকাঠির চাহিদা রয়েছে। হাটগ্রাম, ভাঙ্গুড়া, পাবনা, ১৭ আগস্ট। ছবি- হাসান মাহমুদ
আঁশ ছাড়ানোর পর রোদে শুকাতে দেওয়া হয়েছে পাটকাঠি। এটি পাটশোলা নামেও পরিচিত। জ্বালানি ও ঘরের বেড়া তৈরির কাজে এই কাঠি ব্যবহৃত হয়। এ ছাড়াও ফটোকপি-প্রিন্টারের কালি ও ব্যাটারির কার্বন তৈরিতে কাঁচামাল হিসেবে বর্তমানে এই পাটকাঠির চাহিদা রয়েছে। হাটগ্রাম, ভাঙ্গুড়া, পাবনা, ১৭ আগস্ট। ছবি- হাসান মাহমুদ
৯ / ১৫
মহাসড়কের জন্য  ঝুঁকিপূর্ণ যানবাহন মোটরসাইকেল। সামনে এক সন্তান পেছনে আবার মায়ের কোলে অন্যজন। ঝুঁকিপূর্ণভাবে পুরো পরিবার নিয়ে গন্তব্য ছুটছেন এক ব্যক্তি। মুড়লি মোড়, যশোর-খুলনা মহাসড়ক, যশোর । ১৭ আগস্ট। ছবি : এহসান-উদ-দৌলা
মহাসড়কের জন্য ঝুঁকিপূর্ণ যানবাহন মোটরসাইকেল। সামনে এক সন্তান পেছনে আবার মায়ের কোলে অন্যজন। ঝুঁকিপূর্ণভাবে পুরো পরিবার নিয়ে গন্তব্য ছুটছেন এক ব্যক্তি। মুড়লি মোড়, যশোর-খুলনা মহাসড়ক, যশোর । ১৭ আগস্ট। ছবি : এহসান-উদ-দৌলা
১০ / ১৫
ট্রেনের ভেতরে জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চেপে ঈদে ঘরমুখো অনেকেই বাড়ি ফিরছেন। অথচ যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা থেকে ময়মনসিংহগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দৃশ্য এটি। রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ, ১৮ আগস্ট।  ছবি: আনোয়ার হোসেন
ট্রেনের ভেতরে জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চেপে ঈদে ঘরমুখো অনেকেই বাড়ি ফিরছেন। অথচ যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা থেকে ময়মনসিংহগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দৃশ্য এটি। রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ, ১৮ আগস্ট। ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৫
পিয়াইন নদে জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। গোয়াইনঘাট উপজেলা, সিলেট, ১৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
পিয়াইন নদে জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। গোয়াইনঘাট উপজেলা, সিলেট, ১৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৫
খুলনা নগরের কোরবানীর পশুর হাট এখনো জমে ওঠেনি। বৃহস্পতিবার জোড়াগেট হাটের উদ্বোধন হলেও ক্রেতার ভিড় তেমন নেই। খুলনার আশেপাশের জেলা-উপজেলা থেকে বিভিন্ন পথে গরু আসছে। নড়াইলের কালিয়া থেকে ট্রলারে আসা গরু নামানো হচ্ছে হাটে নেয়ার জন্য। ৬নং রুজভেল্ট ঘাট, খুলনা, ১৮ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
খুলনা নগরের কোরবানীর পশুর হাট এখনো জমে ওঠেনি। বৃহস্পতিবার জোড়াগেট হাটের উদ্বোধন হলেও ক্রেতার ভিড় তেমন নেই। খুলনার আশেপাশের জেলা-উপজেলা থেকে বিভিন্ন পথে গরু আসছে। নড়াইলের কালিয়া থেকে ট্রলারে আসা গরু নামানো হচ্ছে হাটে নেয়ার জন্য। ৬নং রুজভেল্ট ঘাট, খুলনা, ১৮ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৫
আজকালের মধ্যে বেচাকেনা জমবে বলে আশা করছেন গরু ব্যবসায়ীরা। দু একদিন পর দাম বাড়তে পারে বিধায় স্থানীয় অনেক ক্রেতা আগে থেকেই কিনেছেন কোরবানির গরু। ট্রাক টার্মিনাল, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
আজকালের মধ্যে বেচাকেনা জমবে বলে আশা করছেন গরু ব্যবসায়ীরা। দু একদিন পর দাম বাড়তে পারে বিধায় স্থানীয় অনেক ক্রেতা আগে থেকেই কিনেছেন কোরবানির গরু। ট্রাক টার্মিনাল, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৫
মা বানর সযত্নে আগলে রেখেছে সন্তানদের। পাছে কোনো বিপদ না হয়, সে জন্য সব সময় সতর্ক দৃষ্টি মা বানরদের। রাজবন বিহার, রাঙামাটি, ১৮ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
মা বানর সযত্নে আগলে রেখেছে সন্তানদের। পাছে কোনো বিপদ না হয়, সে জন্য সব সময় সতর্ক দৃষ্টি মা বানরদের। রাজবন বিহার, রাঙামাটি, ১৮ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৫
ইজারা না পাওয়া গরুর হাটে ইতিমধ্যে শুরু হয়ে গেছে গরু বেচা কেনা। ধুপখোলা মাঠ, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: জাহিদুল করিম
ইজারা না পাওয়া গরুর হাটে ইতিমধ্যে শুরু হয়ে গেছে গরু বেচা কেনা। ধুপখোলা মাঠ, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: জাহিদুল করিম