এক ঝলক (১১ সেপ্টেম্বর ২০১৮)

১ / ৩০
অল্প সময়ের জন্য হলেও ভারী বৃষ্টিতে পুরান ঢাকার অনেক এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বঙ্গবাজার এলাকার সড়কে পানি জমে ভোগান্তিতে চলাচলকারীরা। ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
অল্প সময়ের জন্য হলেও ভারী বৃষ্টিতে পুরান ঢাকার অনেক এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বঙ্গবাজার এলাকার সড়কে পানি জমে ভোগান্তিতে চলাচলকারীরা। ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
২ / ৩০
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানো-নামানো নিষেধ। কিন্তু বাসচালকেরা তা মানছেন না। ঝুঁকি থাকা সত্ত্বেও উড়ালসড়কের যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী নামানো হচ্ছে। স্বামীবাগ, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানো-নামানো নিষেধ। কিন্তু বাসচালকেরা তা মানছেন না। ঝুঁকি থাকা সত্ত্বেও উড়ালসড়কের যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী নামানো হচ্ছে। স্বামীবাগ, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
৩ / ৩০
রাজধানীতে বৃষ্টি। তোপখানা রোড, ঢাকা। ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম।
রাজধানীতে বৃষ্টি। তোপখানা রোড, ঢাকা। ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম।
৪ / ৩০
নিয়ম না মেনে উল্টো পথে চলছে গাড়ি। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দামপাড়া, চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
নিয়ম না মেনে উল্টো পথে চলছে গাড়ি। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দামপাড়া, চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
৫ / ৩০
মোটরসাইকেলের চালক ও আরোহীর মাথায় হেলমেট নেই। তার ওপর চালক তাঁর সঙ্গীর সঙ্গে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন। সুলতানা কামাল সেতু, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
মোটরসাইকেলের চালক ও আরোহীর মাথায় হেলমেট নেই। তার ওপর চালক তাঁর সঙ্গীর সঙ্গে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন। সুলতানা কামাল সেতু, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
৬ / ৩০
প্রাচীনকাল থেকে গ্রাম-বাংলায় ঢেঁকি ব্যবহার হয়ে আসছে। কালের বিবর্তনে এখন ঢেঁকির মাধ্যমে ধান ভানার দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। সিলেট অঞ্চলের বিভিন্ন হাওরপারে এখনো অনেকেই ঢেঁকি দিয়েই ধান ভানার কাজ সারেন। ঢেঁকি দিয়ে চাল ভেঙে গুঁড়ো তৈরি করা হচ্ছে। সামাউড়াকান্দি হাওর, সদর, সিলেট, ১০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
প্রাচীনকাল থেকে গ্রাম-বাংলায় ঢেঁকি ব্যবহার হয়ে আসছে। কালের বিবর্তনে এখন ঢেঁকির মাধ্যমে ধান ভানার দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। সিলেট অঞ্চলের বিভিন্ন হাওরপারে এখনো অনেকেই ঢেঁকি দিয়েই ধান ভানার কাজ সারেন। ঢেঁকি দিয়ে চাল ভেঙে গুঁড়ো তৈরি করা হচ্ছে। সামাউড়াকান্দি হাওর, সদর, সিলেট, ১০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৭ / ৩০
বাঁধ ভেঙে এগিয়ে যাচ্ছে সেতু ও নদী তীরবর্তী সড়কের দিকে। এখন পর্যন্ত প্রশাসন থেকে বাঁধ রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হাটশ হরিপুর, কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান
বাঁধ ভেঙে এগিয়ে যাচ্ছে সেতু ও নদী তীরবর্তী সড়কের দিকে। এখন পর্যন্ত প্রশাসন থেকে বাঁধ রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হাটশ হরিপুর, কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান
৮ / ৩০
হেলমেট নেই বাইকচালক ও যাত্রীর। সেই সঙ্গে উড়ালসড়কে গাড়ি চালাচ্ছেন উল্টো পথে। আখতারুজ্জামান উড়াল সড়ক, লালখান বাজার, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
হেলমেট নেই বাইকচালক ও যাত্রীর। সেই সঙ্গে উড়ালসড়কে গাড়ি চালাচ্ছেন উল্টো পথে। আখতারুজ্জামান উড়াল সড়ক, লালখান বাজার, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
৯ / ৩০
গাছের ডালে ডালে ঝুলছে কলাবাদুড়। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ১০ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
গাছের ডালে ডালে ঝুলছে কলাবাদুড়। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ১০ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১০ / ৩০
আলুটিলা, উলুছড়া, নতুনপাড়া, কাটাছড়ি, মহিষমারা গ্রামের তিন শতাধিক পরিবারের লোকজন এ কাঠের সাঁকো হয়ে শহরে আসা-যাওয়া করেন। সাঁকোটির কাঠের খুঁটি ও পাটাতন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী। রাঙামাটি শহরের এপারে আনসার ক্যাম্প, ওপারে পাঁচ গ্রামের বাসিন্দারা। মাঝখানে কাপ্তাই হ্রদের একাংশ। রাঙামাটি, ১০ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
আলুটিলা, উলুছড়া, নতুনপাড়া, কাটাছড়ি, মহিষমারা গ্রামের তিন শতাধিক পরিবারের লোকজন এ কাঠের সাঁকো হয়ে শহরে আসা-যাওয়া করেন। সাঁকোটির কাঠের খুঁটি ও পাটাতন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী। রাঙামাটি শহরের এপারে আনসার ক্যাম্প, ওপারে পাঁচ গ্রামের বাসিন্দারা। মাঝখানে কাপ্তাই হ্রদের একাংশ। রাঙামাটি, ১০ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ৩০
মরচে-রং গোধূলিবেলায় ফিরে যাচ্ছে একটি বাইচের নৌকা। আড়িয়া গোহাইলবাড়ী পদ্মার ঘাট, চরতারাপুর, পাবনা, ৯ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
মরচে-রং গোধূলিবেলায় ফিরে যাচ্ছে একটি বাইচের নৌকা। আড়িয়া গোহাইলবাড়ী পদ্মার ঘাট, চরতারাপুর, পাবনা, ৯ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
১২ / ৩০
আগাম জাতের শিমফুলে ভরে গেছে মাচা। সরু ঠোঁটে সেই ফুলের মধুপানে ব্যস্ত ছোট্ট মৌটুসি পাখি। উত্তর চক, আটঘরিয়া, পাবনা, ১০ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
আগাম জাতের শিমফুলে ভরে গেছে মাচা। সরু ঠোঁটে সেই ফুলের মধুপানে ব্যস্ত ছোট্ট মৌটুসি পাখি। উত্তর চক, আটঘরিয়া, পাবনা, ১০ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
১৩ / ৩০
নিচু জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় অনেক জমিতেই এখনো চলছে আমন ধানের চারা রোপণ। ধলেশ্বর, আটঘরিয়া, পাবনা, ১০ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
নিচু জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় অনেক জমিতেই এখনো চলছে আমন ধানের চারা রোপণ। ধলেশ্বর, আটঘরিয়া, পাবনা, ১০ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
১৪ / ৩০
মিস আমেরিকা জয় করার পর সমুদ্রসৈকতে ছবি তুলছেন মিস আমেরিকা নিয়া ইমানি ফ্রাঙ্কলিন। আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র, ১০ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
মিস আমেরিকা জয় করার পর সমুদ্রসৈকতে ছবি তুলছেন মিস আমেরিকা নিয়া ইমানি ফ্রাঙ্কলিন। আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র, ১০ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
১৫ / ৩০
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউককে নিজে দেশে স্বাগত জানাচ্ছেন পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভরেলা (ডানে)। পানামা সিটি, পানামা, ১০ সেপ্টেম্বর। ছবি: এএফপি
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউককে নিজে দেশে স্বাগত জানাচ্ছেন পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভরেলা (ডানে)। পানামা সিটি, পানামা, ১০ সেপ্টেম্বর। ছবি: এএফপি
১৬ / ৩০
প্রশিক্ষণ সেশনে নিজেদের মধ্যে কৌতুকে মাতেন স্পেনের ফুটবল খেলোয়াড়েরা। মার্টিনেজ ভ্যালিরো স্টেডিয়াম, স্পেন, ১০ সেপ্টেম্বর। ছবি: এএফপি
প্রশিক্ষণ সেশনে নিজেদের মধ্যে কৌতুকে মাতেন স্পেনের ফুটবল খেলোয়াড়েরা। মার্টিনেজ ভ্যালিরো স্টেডিয়াম, স্পেন, ১০ সেপ্টেম্বর। ছবি: এএফপি
১৭ / ৩০
হাটে-বাজারে আমন ধানের চারার বেশ চাহিদা। ধানের চার তুলে ভ্যানে সাজিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন কৃষক মাজেদ ফকির। বাখুন্ডা এলাকা, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান।
হাটে-বাজারে আমন ধানের চারার বেশ চাহিদা। ধানের চার তুলে ভ্যানে সাজিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন কৃষক মাজেদ ফকির। বাখুন্ডা এলাকা, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান।
১৮ / ৩০
শপথ নেওয়ার পর ফিরে এলে রাজশাহী রেলস্টেশন চত্বরে নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবর্ধনা দেন। রাজশাহী, ১০ সেপ্টেম্বর। ছবি: শহীদুল ইসলাম
শপথ নেওয়ার পর ফিরে এলে রাজশাহী রেলস্টেশন চত্বরে নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবর্ধনা দেন। রাজশাহী, ১০ সেপ্টেম্বর। ছবি: শহীদুল ইসলাম
১৯ / ৩০
এম এ মান্নান উড়ালসড়কে উল্টো পথে চলছে ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বহদ্দারহাট, চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ
এম এ মান্নান উড়ালসড়কে উল্টো পথে চলছে ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বহদ্দারহাট, চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ
২০ / ৩০
ভাঙা সড়কের কারণে লেগে আছে যানজট। এতে চলাচলে দুর্ভোগ পাহাতে হচ্ছে চালক ও পথচারীদের। সিডিএ এ্যাভিনিউ , চট্টগ্রাম , ১১ সেপ্টেম্বর । ছবি :  জুয়েল শীল
ভাঙা সড়কের কারণে লেগে আছে যানজট। এতে চলাচলে দুর্ভোগ পাহাতে হচ্ছে চালক ও পথচারীদের। সিডিএ এ্যাভিনিউ , চট্টগ্রাম , ১১ সেপ্টেম্বর । ছবি : জুয়েল শীল
২১ / ৩০
সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রক্তের গ্রুপভিত্তিক ‘ব্লাড ক্লাবে’র উদ্বোধন হয় তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে। তারাগঞ্জ, রংপুর, ১১ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রক্তের গ্রুপভিত্তিক ‘ব্লাড ক্লাবে’র উদ্বোধন হয় তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে। তারাগঞ্জ, রংপুর, ১১ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
২২ / ৩০
শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৌকাবাইচ। সাঁথিয়া, সুজানগর, চাটমোহর, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার মোট ৮টি দলের প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড়। নদীর পাড়ে জমে উঠেছে নৌকাবাইচ মেলাও। ১৯৭৬ সাল থেকে দীর্ঘ ৪২ বছর ধরে গ্রামের লোকজন নিজ উদ্যোগে নৌকাবাইচ মেলার আয়োজন করছে। নতুন গোহাইলবাড়ী, চরতারাপুর, পাবনা, ১০ সেপ্টেম্বর। ছবি:  হাসান মাহমুদ
শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৌকাবাইচ। সাঁথিয়া, সুজানগর, চাটমোহর, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার মোট ৮টি দলের প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড়। নদীর পাড়ে জমে উঠেছে নৌকাবাইচ মেলাও। ১৯৭৬ সাল থেকে দীর্ঘ ৪২ বছর ধরে গ্রামের লোকজন নিজ উদ্যোগে নৌকাবাইচ মেলার আয়োজন করছে। নতুন গোহাইলবাড়ী, চরতারাপুর, পাবনা, ১০ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
২৩ / ৩০
ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে নামে ঝুম বৃষ্টি। দরগাহ গেট, সিলেট, ১১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে নামে ঝুম বৃষ্টি। দরগাহ গেট, সিলেট, ১১ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩০
শরতের পড়ন্ত বিকেলে সিলেটের সুরমা নদীর জলে মাছ শিকারে ব্যস্ত চিল। কাজীরবাজার, সিলেট, ১০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
শরতের পড়ন্ত বিকেলে সিলেটের সুরমা নদীর জলে মাছ শিকারে ব্যস্ত চিল। কাজীরবাজার, সিলেট, ১০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
২৫ / ৩০
শহরের ড্রেনেজ-ব্যবস্থা ভালো না থাকায় শরৎ কালের সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ শহরের অনেক সড়কেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্টেশন রোড, ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন
শহরের ড্রেনেজ-ব্যবস্থা ভালো না থাকায় শরৎ কালের সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ শহরের অনেক সড়কেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্টেশন রোড, ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন
২৬ / ৩০
বর্ষায় নিচু জমিতে পানি এসেছে। সেই পানিতে মাছের চাষ করা হচ্ছে। শেখের জায়গা, খিলগাঁও, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
বর্ষায় নিচু জমিতে পানি এসেছে। সেই পানিতে মাছের চাষ করা হচ্ছে। শেখের জায়গা, খিলগাঁও, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
২৭ / ৩০
দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন পথচারীরা। তোপখানা রোড, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন পথচারীরা। তোপখানা রোড, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
২৮ / ৩০
সুলতানা কামাল সেতুর বিভিন্ন অংশের সংযোগ স্থলের রাবার উঠে গেছে। এতে করে তৈরি হয়েছে ফাঁকা জায়গা। সুলতানা কামাল সেতু, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
সুলতানা কামাল সেতুর বিভিন্ন অংশের সংযোগ স্থলের রাবার উঠে গেছে। এতে করে তৈরি হয়েছে ফাঁকা জায়গা। সুলতানা কামাল সেতু, ঢাকা, ১১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
২৯ / ৩০
জামিন আবেদন নাকচের পর আদালত প্রাঙ্গণে শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ ও আইনজীবীরা। মহানগর দায়রা জজ আদালত, ১১ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
জামিন আবেদন নাকচের পর আদালত প্রাঙ্গণে শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ ও আইনজীবীরা। মহানগর দায়রা জজ আদালত, ১১ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
৩০ / ৩০
ভারী বৃষ্টিতে পুরান ঢাকার অনেক এলাকাতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কাজী আলাউদ্দীন রোডের ময়লা পানি জমে ভোগান্তিতে স্থানীয়রা। নাজিরা বাজার, ১১ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ভারী বৃষ্টিতে পুরান ঢাকার অনেক এলাকাতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কাজী আলাউদ্দীন রোডের ময়লা পানি জমে ভোগান্তিতে স্থানীয়রা। নাজিরা বাজার, ১১ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার