এক ঝলক (১৩ সেপ্টেম্বর ২০১৮)

১ / ১৭
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য কিশোরদের ঝাঁপাঝাঁপি। বানিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ১২ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য কিশোরদের ঝাঁপাঝাঁপি। বানিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ১২ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
বিলের পানিতে জন্ম হয় নানান পদ্মফুলের, তার জন্য বিলের নাম হয়েছে পদ্মবিল। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন নয়নাভিরাম ঘাগুটিয়া পদ্মবিলে। নৌকাভ্রমণসহ পদ্মফুল সংগ্রহ করতে অনেকে আসেন এখানে। ঘাগুটিয়া, মনিয়ন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ১১ সেপ্টেম্বর। ছবি: এমদাদুল হক
বিলের পানিতে জন্ম হয় নানান পদ্মফুলের, তার জন্য বিলের নাম হয়েছে পদ্মবিল। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন নয়নাভিরাম ঘাগুটিয়া পদ্মবিলে। নৌকাভ্রমণসহ পদ্মফুল সংগ্রহ করতে অনেকে আসেন এখানে। ঘাগুটিয়া, মনিয়ন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ১১ সেপ্টেম্বর। ছবি: এমদাদুল হক
৩ / ১৭
সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে বরিশালে। বঙ্গবন্ধু উদ্যান, ১১ সেপ্টেম্বর। ছবি: সাইয়ান
সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে বরিশালে। বঙ্গবন্ধু উদ্যান, ১১ সেপ্টেম্বর। ছবি: সাইয়ান
৪ / ১৭
ঢাকায় বুধবার থেকে শুরু হয়েছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। ঢাকা, ১২ সেপ্টেম্বর। ছবি: সাইফুল ইসলাম
ঢাকায় বুধবার থেকে শুরু হয়েছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। ঢাকা, ১২ সেপ্টেম্বর। ছবি: সাইফুল ইসলাম
৫ / ১৭
১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস থিয়েটারে নতুন তিন মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোনে বেশিক্ষণ চার্জ থাকবে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের কর্মকর্তা ফিল শিলার। ছবি: রয়টার্স
১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস থিয়েটারে নতুন তিন মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোনে বেশিক্ষণ চার্জ থাকবে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের কর্মকর্তা ফিল শিলার। ছবি: রয়টার্স
৬ / ১৭
বৈদ্যুতিক তারে অলস বসে আছে সাতটি কবুতর। তালোড়া বাজার, দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
বৈদ্যুতিক তারে অলস বসে আছে সাতটি কবুতর। তালোড়া বাজার, দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৭ / ১৭
মরিচগাছের পচন ঠেকাতে ওষুধ ছিটাচ্ছেন কৃষক। হেলেঞ্চাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
মরিচগাছের পচন ঠেকাতে ওষুধ ছিটাচ্ছেন কৃষক। হেলেঞ্চাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৮ / ১৭
খাবারের খোঁজে বেরোচ্ছে চিল। বেজোড়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
খাবারের খোঁজে বেরোচ্ছে চিল। বেজোড়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৯ / ১৭
পাটের পুরোনো বস্তা সেলাই করছেন দুই শ্রমিক। প্রতিজন দিন শেষে একেকজন মজুরি পান ৪০০ টাকা। গালাপট্টি, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
পাটের পুরোনো বস্তা সেলাই করছেন দুই শ্রমিক। প্রতিজন দিন শেষে একেকজন মজুরি পান ৪০০ টাকা। গালাপট্টি, বগুড়া, ১৩ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১০ / ১৭
এখন পাহাড়ি কলার ভরা মৌসুম। পাহাড়ে বাস করা বেশির ভাগ লোক এই কলা চাষ করেন। পরিবারে খরচের অর্ধেক উৎস আসে কলা বিক্রি থেকে। ঘিলাছড়ি, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
এখন পাহাড়ি কলার ভরা মৌসুম। পাহাড়ে বাস করা বেশির ভাগ লোক এই কলা চাষ করেন। পরিবারে খরচের অর্ধেক উৎস আসে কলা বিক্রি থেকে। ঘিলাছড়ি, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৭
লাল চোখ, সাদা গলা ও লম্বা লেজি সাদা-কালো হরিচ্যা। কাপ্তাই, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
লাল চোখ, সাদা গলা ও লম্বা লেজি সাদা-কালো হরিচ্যা। কাপ্তাই, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
শরৎ সকাল। নীল আকাশে সাদা মেঘমালা। বালুখালী মগবান, বড়াদম, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর। ছবি : সুপ্রিয় চাকমা
শরৎ সকাল। নীল আকাশে সাদা মেঘমালা। বালুখালী মগবান, বড়াদম, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর। ছবি : সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটের সিঁড়িতে বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যুতের তার। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নীলক্ষেত, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটের সিঁড়িতে বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যুতের তার। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নীলক্ষেত, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৪ / ১৭
রামপুরার চৌধুরীপাড়ার আবুল হোটেল মোড়ে ছয়টি পয়েন্টে স্থাপন করা হয়েছিল ট্রাফিক সিগন্যাল বাতি। একটিও কাজ করে না, কয়েকটি ভেঙে পড়ে আছে। ডিআইটি রোড, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
রামপুরার চৌধুরীপাড়ার আবুল হোটেল মোড়ে ছয়টি পয়েন্টে স্থাপন করা হয়েছিল ট্রাফিক সিগন্যাল বাতি। একটিও কাজ করে না, কয়েকটি ভেঙে পড়ে আছে। ডিআইটি রোড, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৫ / ১৭
প্রধানমন্ত্রীর কাছে ২০১৪ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটায় চাকরি প্রার্থনা করে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছেন মো. সুমন। তোপখানা রোড, ১৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
প্রধানমন্ত্রীর কাছে ২০১৪ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটায় চাকরি প্রার্থনা করে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছেন মো. সুমন। তোপখানা রোড, ১৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতর অবস্থিত পঞ্চম বিশেষ জজ আদালতে বিচারকাজ চলাকালে বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতর অবস্থিত পঞ্চম বিশেষ জজ আদালতে বিচারকাজ চলাকালে বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
১৭ / ১৭
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক বিএনপির নেতা-কর্মীসহ সন্দেহভাজনদের আদালতে আনা হলে স্বজনেরা ভিড় জমান। জজকোর্ট এলাকা, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: সাজিদ হোসেন
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক বিএনপির নেতা-কর্মীসহ সন্দেহভাজনদের আদালতে আনা হলে স্বজনেরা ভিড় জমান। জজকোর্ট এলাকা, ঢাকা, ১৩ সেপ্টেম্বর। ছবি: সাজিদ হোসেন