এক ঝলক (১৭ সেপ্টেম্বর ২০১৮)

১ / ২৬
কয়েক দিন ধরে রাজধানীতে কাঠফাটা রোদ পড়ছে। গরমে ওষ্ঠাগত প্রাণ। স্বস্তিতে নেই প্রাণিকুলও। কৃত্রিম জলাধারের পানিতে গা ভিজিয়ে নিচ্ছে কয়েকটি শালিক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
কয়েক দিন ধরে রাজধানীতে কাঠফাটা রোদ পড়ছে। গরমে ওষ্ঠাগত প্রাণ। স্বস্তিতে নেই প্রাণিকুলও। কৃত্রিম জলাধারের পানিতে গা ভিজিয়ে নিচ্ছে কয়েকটি শালিক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
২ / ২৬
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটকেরা যাত্রাপথে ঝুঁকি নিয়ে রিসাং ঝরনা, আলুটিলা গুহা, আলুটিলা বৌদ্ধবিহার ও তারেং ঘুরে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছেন। শিলাছড়া, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটকেরা যাত্রাপথে ঝুঁকি নিয়ে রিসাং ঝরনা, আলুটিলা গুহা, আলুটিলা বৌদ্ধবিহার ও তারেং ঘুরে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছেন। শিলাছড়া, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
৩ / ২৬
শহীদ এম মনসুর আলী সরণিতে দক্ষিণ সিটি করপোরেশন এম মনসুর আলীর পরিচিত-সংবলিত যে নামফলক স্থাপন করেছে, তাতে কিছুটা তথ্যের ভুল রয়েছে। তাতে লেখা আছে, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে জাতীয় চার নেতার সঙ্গে তাঁকেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।’ যদিও এম মনসুর আলী নিজেও জাতীয় চার নেতার একজন। ঢাকা, ১৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
শহীদ এম মনসুর আলী সরণিতে দক্ষিণ সিটি করপোরেশন এম মনসুর আলীর পরিচিত-সংবলিত যে নামফলক স্থাপন করেছে, তাতে কিছুটা তথ্যের ভুল রয়েছে। তাতে লেখা আছে, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে জাতীয় চার নেতার সঙ্গে তাঁকেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।’ যদিও এম মনসুর আলী নিজেও জাতীয় চার নেতার একজন। ঢাকা, ১৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
৪ / ২৬
সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত স্বাধীনতাস্তম্ভ কমপ্লেক্সের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে এমফি থিয়েটার (উন্মুক্ত মঞ্চ)। কিন্তু শুরু থেকে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর প্রবেশপথগুলো দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা, ১৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত স্বাধীনতাস্তম্ভ কমপ্লেক্সের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে এমফি থিয়েটার (উন্মুক্ত মঞ্চ)। কিন্তু শুরু থেকে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর প্রবেশপথগুলো দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা, ১৭ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
৫ / ২৬
সবুজ পাতার মাঝে ফুটে আছে বুনোফুল। লাক্কাতুরা, সিলেট, ১৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সবুজ পাতার মাঝে ফুটে আছে বুনোফুল। লাক্কাতুরা, সিলেট, ১৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৬ / ২৬
সকাল সকাল গরু চরাতে যাচ্ছেন কৃষক। গরুটা আবার গোঁ ধরেছে—যেতে চাইছে না। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সকাল সকাল গরু চরাতে যাচ্ছেন কৃষক। গরুটা আবার গোঁ ধরেছে—যেতে চাইছে না। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৭ / ২৬
ফুটেছে উলট কম্বলের ফুল। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বর। ছবি: সাজেদুল আলম
ফুটেছে উলট কম্বলের ফুল। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বর। ছবি: সাজেদুল আলম
৮ / ২৬
আমন ধানের খেতে পুঁতে রাখা বাঁশের খুঁটিতে বসে আছে এক ফিঙে। অনন্তপুর, সদর উপজেলা, সিলেট, ১৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
আমন ধানের খেতে পুঁতে রাখা বাঁশের খুঁটিতে বসে আছে এক ফিঙে। অনন্তপুর, সদর উপজেলা, সিলেট, ১৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৯ / ২৬
কদিন পর আশুরা, খুলনার বিহারী এলাকাগুলোতে চলছে প্রস্তুতি। লাঠি ও তলোয়ার খেলার জন্য ঢোল বাজানো হয়। ঢোল বানিয়ে চামড়া আগুনে সেঁকছেন তাঁরা। খুলনার হাউজিং বাজার, খুলনা, ১৬ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
কদিন পর আশুরা, খুলনার বিহারী এলাকাগুলোতে চলছে প্রস্তুতি। লাঠি ও তলোয়ার খেলার জন্য ঢোল বাজানো হয়। ঢোল বানিয়ে চামড়া আগুনে সেঁকছেন তাঁরা। খুলনার হাউজিং বাজার, খুলনা, ১৬ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৬
কলেজপাড়া-খবংপুড়িয়া সড়কের কালভার্টের একাংশ ভাঙা। ১০ বছরের বেশি সময় ধরে এ দুরবস্থা। ঝুঁকি নিয়ে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। উপালিপাড়া, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
কলেজপাড়া-খবংপুড়িয়া সড়কের কালভার্টের একাংশ ভাঙা। ১০ বছরের বেশি সময় ধরে এ দুরবস্থা। ঝুঁকি নিয়ে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। উপালিপাড়া, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১১ / ২৬
কাতলাহার খালটি ইছামতী নদীর সঙ্গে মিশেছে। সেখানে দেশি প্রজাতির মাছ ধরা পড়ছে বেশ। জাল পেতে মাছ ধরেছেন এক মৎস্যজীবী। খালপাড়েই দরদাম করে কিনে নিচ্ছেন ক্রেতা। পোড়াদহ, গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
কাতলাহার খালটি ইছামতী নদীর সঙ্গে মিশেছে। সেখানে দেশি প্রজাতির মাছ ধরা পড়ছে বেশ। জাল পেতে মাছ ধরেছেন এক মৎস্যজীবী। খালপাড়েই দরদাম করে কিনে নিচ্ছেন ক্রেতা। পোড়াদহ, গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১২ / ২৬
পানিতে টইটুম্বুর মন্দস্রোতা খালে মাছ শিকারে জাল ফেলা হয়েছে। নতুন পানিতে চলছে হাঁসের সন্তরণ। গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
পানিতে টইটুম্বুর মন্দস্রোতা খালে মাছ শিকারে জাল ফেলা হয়েছে। নতুন পানিতে চলছে হাঁসের সন্তরণ। গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১৩ / ২৬
রোদেলা সকালে জমির আইল দিয়ে ছাগল নিয়ে যাচ্ছেন কিষানি। বড়িয়া, ধুনট, বগুড়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
রোদেলা সকালে জমির আইল দিয়ে ছাগল নিয়ে যাচ্ছেন কিষানি। বড়িয়া, ধুনট, বগুড়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১৪ / ২৬
বাড়ি ফিরেছেন মা। দরজায় দাঁড়িয়ে থাকা শিশুকন্যার অপেক্ষার পালাও শেষ। রামমোনপাড়া, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
বাড়ি ফিরেছেন মা। দরজায় দাঁড়িয়ে থাকা শিশুকন্যার অপেক্ষার পালাও শেষ। রামমোনপাড়া, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২৬
মাচাংয়ে বসে বাঁশ-বেতের ঝুড়ি বুনছেন থোয়াই অং মারমা। জুমের ফসল তোলার কাজে ব্যবহার করা হয় এ ঝুড়ি। উজানছড়ি জুম পাহাড়, কাপ্তাই, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
মাচাংয়ে বসে বাঁশ-বেতের ঝুড়ি বুনছেন থোয়াই অং মারমা। জুমের ফসল তোলার কাজে ব্যবহার করা হয় এ ঝুড়ি। উজানছড়ি জুম পাহাড়, কাপ্তাই, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৬
কাঁকন ধানের জুমচাষ হয় পাহাড়ে। কার্তিক মাসে পরিপক্ব হয় এই ধান। সরষের মতো ছোট দানা হয় ধানের। পায়েস রান্না করে খাওয়া যায় এই ধানের চাল দিয়ে। কাপ্তাই, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
কাঁকন ধানের জুমচাষ হয় পাহাড়ে। কার্তিক মাসে পরিপক্ব হয় এই ধান। সরষের মতো ছোট দানা হয় ধানের। পায়েস রান্না করে খাওয়া যায় এই ধানের চাল দিয়ে। কাপ্তাই, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২৬
মাটির রস চুষে খাচ্ছে প্রজাপতি জোড়া। কালো ডানায় একটু সাদা প্রলেপ থাকা এই প্রজাপতি থাকে ঝোপঝাড়ে। শিলছড়ি, কাপ্তাই, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
মাটির রস চুষে খাচ্ছে প্রজাপতি জোড়া। কালো ডানায় একটু সাদা প্রলেপ থাকা এই প্রজাপতি থাকে ঝোপঝাড়ে। শিলছড়ি, কাপ্তাই, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৬
খাগড়াছড়ি সদরে ৩০টি দরিদ্র পরিবারের নারীদের মধ্যে ৩০টি গাভি বিতরণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিতরণের শেষে নারীরা নিজ নিজ গাভি নিয়ে বাড়ি ফিরছেন। কদমতলী, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
খাগড়াছড়ি সদরে ৩০টি দরিদ্র পরিবারের নারীদের মধ্যে ৩০টি গাভি বিতরণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিতরণের শেষে নারীরা নিজ নিজ গাভি নিয়ে বাড়ি ফিরছেন। কদমতলী, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৯ / ২৬
ড্রাগন ফুলের গায়ে বৃষ্টির পর জমে আছে জলকণা। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
ড্রাগন ফুলের গায়ে বৃষ্টির পর জমে আছে জলকণা। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
২০ / ২৬
পার্কের নতুন ঝুলন্ত সেতু দিয়ে যাচ্ছেন পর্যটকেরা। জেলা পরিষদ, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
পার্কের নতুন ঝুলন্ত সেতু দিয়ে যাচ্ছেন পর্যটকেরা। জেলা পরিষদ, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
২১ / ২৬
জ্বালানি কাঠের বিশাল বোঝা নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে চাঁদের গাড়ি। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
জ্বালানি কাঠের বিশাল বোঝা নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে চাঁদের গাড়ি। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৬ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
২২ / ২৬
নদীর তীর ও সেতু রক্ষার দাবিতে গ্রামের লোকজন নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভাঙন এলাকায় দাঁড়িয়ে মানববন্ধন করে। শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু, হরিপুর, কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান
নদীর তীর ও সেতু রক্ষার দাবিতে গ্রামের লোকজন নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভাঙন এলাকায় দাঁড়িয়ে মানববন্ধন করে। শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু, হরিপুর, কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান
২৩ / ২৬
পদচারী-সেতুর ওপর অপরিকল্পিতভাবে ঝুলে রয়েছে বৈদ্যুতিক তার। যার নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে শিক্ষার্থীরা। সদরঘাট, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
পদচারী-সেতুর ওপর অপরিকল্পিতভাবে ঝুলে রয়েছে বৈদ্যুতিক তার। যার নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে শিক্ষার্থীরা। সদরঘাট, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
২৪ / ২৬
ডিএমপির পক্ষ থেকে রাজধানীতে কোনো ধরনের হিউম্যান হলার বা লেগুনা সার্ভিস না চলার ঘোষণা দেওয়া হলেও তা মানছে না অনেকেই। অবাধে চলছে এসব যান, রয়েছে অবৈধ পার্কিংও। সদরঘাট, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ডিএমপির পক্ষ থেকে রাজধানীতে কোনো ধরনের হিউম্যান হলার বা লেগুনা সার্ভিস না চলার ঘোষণা দেওয়া হলেও তা মানছে না অনেকেই। অবাধে চলছে এসব যান, রয়েছে অবৈধ পার্কিংও। সদরঘাট, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
২৫ / ২৬
ফুটপাত দখল করে বইয়ের দোকান, সড়ক দখল করে রাজধানীতে নিষিদ্ধ হিউম্যান হলার। সদরঘাট মোড়, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ফুটপাত দখল করে বইয়ের দোকান, সড়ক দখল করে রাজধানীতে নিষিদ্ধ হিউম্যান হলার। সদরঘাট মোড়, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
২৬ / ২৬
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ঢাবি লাইব্রেরি, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ঢাবি লাইব্রেরি, ১৭ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার