এক ঝলক (১৯ সেপ্টেম্বর ২০১৮)

১ / ২৬
উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের চিত্তাকর্ষক জিমন্যাস্টিক ও শারীরিক কসরত প্রদর্শন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের তিন দিনের সফর উপলক্ষে অনুষ্ঠেয় বর্ণাঢ্য কুচকাওয়াজের মহড়া এটি। মে ডে স্টেডিয়াম, পিয়ংইয়ং, ৯ সেপ্টেম্বর তোলা ছবিটি ১৯ সেপ্টেম্বর প্রকাশিত। ছবি: এএফপি
উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের চিত্তাকর্ষক জিমন্যাস্টিক ও শারীরিক কসরত প্রদর্শন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের তিন দিনের সফর উপলক্ষে অনুষ্ঠেয় বর্ণাঢ্য কুচকাওয়াজের মহড়া এটি। মে ডে স্টেডিয়াম, পিয়ংইয়ং, ৯ সেপ্টেম্বর তোলা ছবিটি ১৯ সেপ্টেম্বর প্রকাশিত। ছবি: এএফপি
২ / ২৬
বুনো ফুলে উড়ে উড়ে মধু খাচ্ছে প্রজাপতি। মালনীছড়া, সিলেট, ১৮ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
বুনো ফুলে উড়ে উড়ে মধু খাচ্ছে প্রজাপতি। মালনীছড়া, সিলেট, ১৮ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৩ / ২৬
গাছে ঝুলন্ত অবস্থায় খাবার খেয়ে নিচ্ছে কাঠবিড়ালি। তারাপুর, সিলেট, ১৮ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
গাছে ঝুলন্ত অবস্থায় খাবার খেয়ে নিচ্ছে কাঠবিড়ালি। তারাপুর, সিলেট, ১৮ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৪ / ২৬
প্রচণ্ড গরমে টিকতে না পেরে নাইতে নেমেছে কবুতরগুলো। চিংম্রম ঘাট, কাপ্তাই, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
প্রচণ্ড গরমে টিকতে না পেরে নাইতে নেমেছে কবুতরগুলো। চিংম্রম ঘাট, কাপ্তাই, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৬
আমন ধানের সবুজ চারায় ভরা খেতের আল ধরে যাচ্ছেন পাহাড়ি নারী। শিমুজ্যাছড়া, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
আমন ধানের সবুজ চারায় ভরা খেতের আল ধরে যাচ্ছেন পাহাড়ি নারী। শিমুজ্যাছড়া, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৬
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে পাবনায় দুই দিনব্যাপী মহোৎসবের শেষ দিন ছিল কাল। এ উৎসবকে কেন্দ্র করে আশ্রমের মাঠে বসেছে মেলা। মেলায় ঘুরছে নাগরদোলা। সৎসঙ্গ আশ্রম, হিমাইতপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে পাবনায় দুই দিনব্যাপী মহোৎসবের শেষ দিন ছিল কাল। এ উৎসবকে কেন্দ্র করে আশ্রমের মাঠে বসেছে মেলা। মেলায় ঘুরছে নাগরদোলা। সৎসঙ্গ আশ্রম, হিমাইতপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
৭ / ২৬
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে পাবনায় দুই দিনব্যাপী মহোৎসবের শেষ দিন ছিল কাল। এ উৎসবকে কেন্দ্র করে আশ্রমের মাঠে বসেছে মেলা। সৎসঙ্গ আশ্রম, হিমাইতপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে পাবনায় দুই দিনব্যাপী মহোৎসবের শেষ দিন ছিল কাল। এ উৎসবকে কেন্দ্র করে আশ্রমের মাঠে বসেছে মেলা। সৎসঙ্গ আশ্রম, হিমাইতপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
৮ / ২৬
এক পশলা বৃষ্টির পর শরতের আকাশে দেখা দিয়েছে রংধনু। প্রকৃতির অপরূপ সৌন্দর্য তখন হয়ে উঠে আরও মনোমুগ্ধকর। ভৈরবপাড়া, হিমাইতপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
এক পশলা বৃষ্টির পর শরতের আকাশে দেখা দিয়েছে রংধনু। প্রকৃতির অপরূপ সৌন্দর্য তখন হয়ে উঠে আরও মনোমুগ্ধকর। ভৈরবপাড়া, হিমাইতপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
৯ / ২৬
হু হু করে বাড়ছে যমুনার পানি। এর মধ্যে চলে গেছে বিপৎসীমার ওপরে। বিষয়টি মাথায় রেখে চলছে নৌকা তৈরি। নয়াপাড়া চর, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
হু হু করে বাড়ছে যমুনার পানি। এর মধ্যে চলে গেছে বিপৎসীমার ওপরে। বিষয়টি মাথায় রেখে চলছে নৌকা তৈরি। নয়াপাড়া চর, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১০ / ২৬
যমুনা নদীতে পুঁতে রাখা বাঁশে বসে আছে কবুতর ও শালিক। হাসনাপাড়া গ্রোয়েন বাঁধ, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
যমুনা নদীতে পুঁতে রাখা বাঁশে বসে আছে কবুতর ও শালিক। হাসনাপাড়া গ্রোয়েন বাঁধ, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১১ / ২৬
যমুনা নদী পাড়ে পুঁতে রাখা বাঁশে কসাই পাখি। হাসনাপাড়া গ্রোয়েন বাঁধ, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
যমুনা নদী পাড়ে পুঁতে রাখা বাঁশে কসাই পাখি। হাসনাপাড়া গ্রোয়েন বাঁধ, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১২ / ২৬
কাটা বাঁশের ওপর বিশ্রামরত ফড়িং। মুজগুন্নী, খুলনা, ১৯ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন।
কাটা বাঁশের ওপর বিশ্রামরত ফড়িং। মুজগুন্নী, খুলনা, ১৯ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন।
১৩ / ২৬
দিনের আলো পুরোপুরি নিভে যাওয়ার আগেই আকাশে উঁকি দিয়েছে আধখানা চাঁদ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন।
দিনের আলো পুরোপুরি নিভে যাওয়ার আগেই আকাশে উঁকি দিয়েছে আধখানা চাঁদ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৮ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন।
১৪ / ২৬
লেবুর ডালে কৌতূহলী বুলবুলি। আনন্দনগর, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
লেবুর ডালে কৌতূহলী বুলবুলি। আনন্দনগর, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৫ / ২৬
জুমে কাজ করতে গেছেন মা। ছোট ভাইটিকে আগলে রাখছে বোন। ঠাকুরছড়া নতুনবাজার, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
জুমে কাজ করতে গেছেন মা। ছোট ভাইটিকে আগলে রাখছে বোন। ঠাকুরছড়া নতুনবাজার, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৬ / ২৬
ধানখেতে কাজের ফাঁকে সেচের পাইপ থেকে পানি পান করছেন এক পাহাড়ি নারী। পল্টন জয়পাড়া, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
ধানখেতে কাজের ফাঁকে সেচের পাইপ থেকে পানি পান করছেন এক পাহাড়ি নারী। পল্টন জয়পাড়া, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৭ / ২৬
জুম থেকে কলা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ত্রিপুরা নারী-পুরুষ। কাল বৃহস্পতিবার এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন। পাঁচমাইল, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
জুম থেকে কলা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ত্রিপুরা নারী-পুরুষ। কাল বৃহস্পতিবার এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন। পাঁচমাইল, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৮ / ২৬
দিন না ফুরাতেই আকাশে উঁকি দিয়েছে চাঁদ। বটতলী, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
দিন না ফুরাতেই আকাশে উঁকি দিয়েছে চাঁদ। বটতলী, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৯ / ২৬
সবুজ পাহাড়ে ফুটেছে সোনালু ফুল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সড়ক, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে ফুটেছে সোনালু ফুল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সড়ক, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
২০ / ২৬
মাছ শিকারের জন্য জাল নিয়ে বেরিয়েছেন তাঁরা। কুশিঘাট, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
মাছ শিকারের জন্য জাল নিয়ে বেরিয়েছেন তাঁরা। কুশিঘাট, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
২১ / ২৬
সিলেট শহরতলির বড়শলা এলাকার এই টিলার একাংশে অনেক দিন আগে ফাটল দেখা দেয়। ফেটে যাওয়া অংশ কয়েকবার ধসে দুর্ঘটনা ঘটে। এখনো প্রতিদিন ঝুঁকিপূর্ণ টিলা ঘেঁষে যাত্রীবাহী যানবাহন চলাচল করে। বড়শলা, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট শহরতলির বড়শলা এলাকার এই টিলার একাংশে অনেক দিন আগে ফাটল দেখা দেয়। ফেটে যাওয়া অংশ কয়েকবার ধসে দুর্ঘটনা ঘটে। এখনো প্রতিদিন ঝুঁকিপূর্ণ টিলা ঘেঁষে যাত্রীবাহী যানবাহন চলাচল করে। বড়শলা, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
২২ / ২৬
মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন চারজন। কারও মাথায় হেলমেট নেই। স্টেশন রোড, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন চারজন। কারও মাথায় হেলমেট নেই। স্টেশন রোড, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৬
রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আইস ফ্যাক্টরি রোড, চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আইস ফ্যাক্টরি রোড, চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
২৪ / ২৬
আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ে জায়গা দখলমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ে জায়গা দখলমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
২৫ / ২৬
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীতে একটি দৃশ্য-শিল্পকর্ম। ঢাকা, ১৯‍ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীতে একটি দৃশ্য-শিল্পকর্ম। ঢাকা, ১৯‍ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
২৬ / ২৬
ফল ও সবজির জন্য ব্যবহৃত হয় এসব প্লাস্টিকের তৈরি ঝুড়ি। সদরঘাটে নতুন-পুরোনো ঝুড়ি বিক্রি হয়, দাম ২০০ থেকে ৬০০ টাকা। বাদামতলী ঘাট, ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
ফল ও সবজির জন্য ব্যবহৃত হয় এসব প্লাস্টিকের তৈরি ঝুড়ি। সদরঘাটে নতুন-পুরোনো ঝুড়ি বিক্রি হয়, দাম ২০০ থেকে ৬০০ টাকা। বাদামতলী ঘাট, ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন