এক ঝলক (২৪ সেপ্টেম্বর ২০১৮)

১ / ৭
মাছ ধরার জন্য নদীতে জাল ফেলছেন জেলে। বালিখলা এলাকা, করিমগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ, ২৩ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
মাছ ধরার জন্য নদীতে জাল ফেলছেন জেলে। বালিখলা এলাকা, করিমগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ, ২৩ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
২ / ৭
চাহিদা বেড়ে যাওয়ায় টার্কি পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। তাঁরা টার্কি বিক্রি করে দামও ভালো পাচ্ছেন। আকৃতি অনুযায়ী ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা করে টার্কির জোড়া বিক্রি হচ্ছে। কাইকারটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ছবি: দিনার মাহমুদ
চাহিদা বেড়ে যাওয়ায় টার্কি পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। তাঁরা টার্কি বিক্রি করে দামও ভালো পাচ্ছেন। আকৃতি অনুযায়ী ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা করে টার্কির জোড়া বিক্রি হচ্ছে। কাইকারটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ছবি: দিনার মাহমুদ
৩ / ৭
প্রকৃতি সেজেছে আপন রূপে। পাহাড়, লেক, ঝরনা—কী নেই এখানে! সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
প্রকৃতি সেজেছে আপন রূপে। পাহাড়, লেক, ঝরনা—কী নেই এখানে! সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
৪ / ৭
উঁচু–নিচু পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয় লেকে। সেখান থেকে নৌকায় পাঁচ মিনিটের পথ শেষে দেখা মেলে প্রকৃতির সহস্রধারা ঝরনার। প্রায় সারা বছরই এই ঝরনার পানির কলকল ধ্বনি শোনা যায়। তবে বর্ষায় ঝরনার সৌন্দর্য থাকে তুঙ্গে। ছোট দারোগাহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
উঁচু–নিচু পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয় লেকে। সেখান থেকে নৌকায় পাঁচ মিনিটের পথ শেষে দেখা মেলে প্রকৃতির সহস্রধারা ঝরনার। প্রায় সারা বছরই এই ঝরনার পানির কলকল ধ্বনি শোনা যায়। তবে বর্ষায় ঝরনার সৌন্দর্য থাকে তুঙ্গে। ছোট দারোগাহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল
৫ / ৭
সিগন্যাল লাইট খুলে ঝুলে আছে। নিরাপদ সড়কের জন্য সারা দেশেই ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে জনসাধারণকে। কিন্তু রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেরই সিগন্যাল পোস্টের এমন বেহাল দশা। কাঁটাবন মোড়, ঢাকা, ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
সিগন্যাল লাইট খুলে ঝুলে আছে। নিরাপদ সড়কের জন্য সারা দেশেই ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে জনসাধারণকে। কিন্তু রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেরই সিগন্যাল পোস্টের এমন বেহাল দশা। কাঁটাবন মোড়, ঢাকা, ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
৬ / ৭
সড়ক বিভাজক টপকে পারাপার বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর বেশ কিছু সড়কের বিভাজকে লাগানো হচ্ছে কাঁটাতার। এলিফ্যান্ট রোড, ঢাকা, ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
সড়ক বিভাজক টপকে পারাপার বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর বেশ কিছু সড়কের বিভাজকে লাগানো হচ্ছে কাঁটাতার। এলিফ্যান্ট রোড, ঢাকা, ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
৭ / ৭
অ্যাকোরিয়ামের মাছ পালনের জন্য দেশের বরিশাল, নোয়াখালী, শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে চাষ হওয়া মাছ প্লাস্টিকের বস্তায় ভরে রাজধানীর কাঁটাবনে নিয়ে আসা হয়েছে। সিলভার শার্ক, টাইগার শার্ক, রেইনবো শার্ক, টাইগার বার্ব, রোজি বার্ব, গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ক্যাট ফিশ, মলি, গাপ্পি, ব্লু-গোরামি, অস্কার, ব্লু-আকারাসহ প্রায় ৪০ প্রজাতির মাছ আছে এখানে। কাঁটাবন, ঢাকা ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
অ্যাকোরিয়ামের মাছ পালনের জন্য দেশের বরিশাল, নোয়াখালী, শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে চাষ হওয়া মাছ প্লাস্টিকের বস্তায় ভরে রাজধানীর কাঁটাবনে নিয়ে আসা হয়েছে। সিলভার শার্ক, টাইগার শার্ক, রেইনবো শার্ক, টাইগার বার্ব, রোজি বার্ব, গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ক্যাট ফিশ, মলি, গাপ্পি, ব্লু-গোরামি, অস্কার, ব্লু-আকারাসহ প্রায় ৪০ প্রজাতির মাছ আছে এখানে। কাঁটাবন, ঢাকা ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার