এক ঝলক (২২ অক্টোবর ২০১৮)

১ / ১১
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর মোটরসাইকেলে পুরুষ আরোহীদের হেলমেট ব্যবহার বাড়লেও নারী আরোহীদের হেলমেট ব্যবহারে অনীহা দেখা যায়। শাহবাগ, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর মোটরসাইকেলে পুরুষ আরোহীদের হেলমেট ব্যবহার বাড়লেও নারী আরোহীদের হেলমেট ব্যবহারে অনীহা দেখা যায়। শাহবাগ, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
২ / ১১
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পরও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। পদচারী–সেতু ব্যবহার না করে যত্রতত্র সড়ক পারাপার চলছে নিয়মিতই। শেরেবাংলা নগর, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পরও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। পদচারী–সেতু ব্যবহার না করে যত্রতত্র সড়ক পারাপার চলছে নিয়মিতই। শেরেবাংলা নগর, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৩ / ১১
জোম্বি বাইক রাইডে নানা সাজে সেজেছেন প্রতিযোগীরা। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ২১ অক্টোবর। ছবি: রয়টার্স
জোম্বি বাইক রাইডে নানা সাজে সেজেছেন প্রতিযোগীরা। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ২১ অক্টোবর। ছবি: রয়টার্স
৪ / ১১
ঢাকার আশপাশে শীতের আগমন টের পাওয়া যায়। ভোরের কুয়াশাঢাকা প্রকৃতি। কলাতিয়া, কেরানীগঞ্জ, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ঢাকার আশপাশে শীতের আগমন টের পাওয়া যায়। ভোরের কুয়াশাঢাকা প্রকৃতি। কলাতিয়া, কেরানীগঞ্জ, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৫ / ১১
গাড়ি চালানোর সময় এখনো অনেক চালকই ধুম পান করেন। ঝুঁকি নিয়ে এভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে, তবু সচেতনতা বাড়ছে না। কারওয়ান বাজার, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
গাড়ি চালানোর সময় এখনো অনেক চালকই ধুম পান করেন। ঝুঁকি নিয়ে এভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে, তবু সচেতনতা বাড়ছে না। কারওয়ান বাজার, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৬ / ১১
হেমন্তের সকালে সোনারোদে চিকচিক করছে আমন ধানের গাছে জমে থাকা শিশিরকণা। জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২২ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
হেমন্তের সকালে সোনারোদে চিকচিক করছে আমন ধানের গাছে জমে থাকা শিশিরকণা। জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২২ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
৭ / ১১
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশের ভেঙে যাওয়া সড়কবিভাজক দিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশের ভেঙে যাওয়া সড়কবিভাজক দিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৮ / ১১
রাজধানীর হাতিরঝিলের উড়ালসড়কগুলোর রেলিংয়ে লাগানো হয়েছে কাঁটাতার। গত জুলাই মাসে তেজগাঁও অংশের একটি উড়ালসড়কের রেলিংয়ে কাঁটাতার লাগানো শুরু করা হলেও এখন তা প্রায় সব কটি উড়ালসড়কে লাগানো হলো। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
রাজধানীর হাতিরঝিলের উড়ালসড়কগুলোর রেলিংয়ে লাগানো হয়েছে কাঁটাতার। গত জুলাই মাসে তেজগাঁও অংশের একটি উড়ালসড়কের রেলিংয়ে কাঁটাতার লাগানো শুরু করা হলেও এখন তা প্রায় সব কটি উড়ালসড়কে লাগানো হলো। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৯ / ১১
সড়কবিভাজকের বেষ্টনীর সামান্য ফাঁকা অংশ দিয়েই ঝুঁকি নিয়ে রিকশা পারাপার। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
সড়কবিভাজকের বেষ্টনীর সামান্য ফাঁকা অংশ দিয়েই ঝুঁকি নিয়ে রিকশা পারাপার। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
১০ / ১১
ট্রাফিক সিগ্যনাল অমান্য করে ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকেন মটরসাইকেলের চালকেরা। বাংলামোটর, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
ট্রাফিক সিগ্যনাল অমান্য করে ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকেন মটরসাইকেলের চালকেরা। বাংলামোটর, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
১১ / ১১
ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের উল্টোপথে চলছে মোটরসাইকেল। কারওয়ান বাজার, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের উল্টোপথে চলছে মোটরসাইকেল। কারওয়ান বাজার, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন