এক ঝলক (১৭ নভেম্বর ২০১৮)

১ / ৪
পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে ভবনের দেয়াল ঢেকে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারণার পোস্টারে। ১৮ নভেম্বরের মধ্যে সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া থাকলেও এখনো তা পালন করছেন না অনেকেই। কোর্ট হাউস স্ট্রিট, ১৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে ভবনের দেয়াল ঢেকে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারণার পোস্টারে। ১৮ নভেম্বরের মধ্যে সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া থাকলেও এখনো তা পালন করছেন না অনেকেই। কোর্ট হাউস স্ট্রিট, ১৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার
২ / ৪
বাড়ির আঙিনায় ফুটেছে মোরগ ফুল। দাদাপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।  ১৭ নভেম্বর, ২০১৮। ছবি: সাজেদুল আলম
বাড়ির আঙিনায় ফুটেছে মোরগ ফুল। দাদাপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ১৭ নভেম্বর, ২০১৮। ছবি: সাজেদুল আলম
৩ / ৪
বন থেকে মুলি বাঁশ কেটে এনে রাখা হয়েছে। শুকনো মৌসুমে এ বাঁশের চাহিদা বেশি। কাপ্তাই কার্গো জেটি, রাঙামাটি, ১৭ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
বন থেকে মুলি বাঁশ কেটে এনে রাখা হয়েছে। শুকনো মৌসুমে এ বাঁশের চাহিদা বেশি। কাপ্তাই কার্গো জেটি, রাঙামাটি, ১৭ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৪
লেকে জমে থাকা কালো রঙের কাঁদা পানিতে মাছ ধরছেন কয়েকজন। বনানীর এই লেক সংস্কারের কাজ শুরু হয়েছে। ঢাকা, ১৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার
লেকে জমে থাকা কালো রঙের কাঁদা পানিতে মাছ ধরছেন কয়েকজন। বনানীর এই লেক সংস্কারের কাজ শুরু হয়েছে। ঢাকা, ১৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার