এক ঝলক (১৯ নভেম্বর ২০১৮)

১ / ১৩
ভোর হতেই নিজের গোয়ালের গরু নিয়ে বেড়িয়ে পড়েছেন কৃষক। প্রেমরোড, চরনোয়াবাদ, ভোলা সদর, ১৯ নভেম্বর। ছবি: নেয়ামতউল্যাহ
ভোর হতেই নিজের গোয়ালের গরু নিয়ে বেড়িয়ে পড়েছেন কৃষক। প্রেমরোড, চরনোয়াবাদ, ভোলা সদর, ১৯ নভেম্বর। ছবি: নেয়ামতউল্যাহ
২ / ১৩
লালবাগ স্পোর্টিং ক্লাব দুস্থ শীতার্ত লোকজনের জন্য তৈরি করেছে ‘মানবতার দেয়াল’। এখানে যেকেউ পুরোনো শীতের কাপড় রেখে যেতে পারবেন। আবার এখান থেকে দুস্থ শীতার্ত লোকজন প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে যেতে পারবেন। লালবাগ, পুরান ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
লালবাগ স্পোর্টিং ক্লাব দুস্থ শীতার্ত লোকজনের জন্য তৈরি করেছে ‘মানবতার দেয়াল’। এখানে যেকেউ পুরোনো শীতের কাপড় রেখে যেতে পারবেন। আবার এখান থেকে দুস্থ শীতার্ত লোকজন প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে যেতে পারবেন। লালবাগ, পুরান ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৩ / ১৩
গাছের ডালে বসে আছে নজরকাড়া নীলকণ্ঠ পাখি। ঠাকুরছড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ১৮ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
গাছের ডালে বসে আছে নজরকাড়া নীলকণ্ঠ পাখি। ঠাকুরছড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ১৮ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
৪ / ১৩
খেত থেকে শীতের সবজি মুলা সংগ্রহ করে তা চেঙ্গী নদীতে পরিষ্কার করছে এক শিশু। বটতলী এলাকা, খাগড়াছড়ি শহর, ১৮ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
খেত থেকে শীতের সবজি মুলা সংগ্রহ করে তা চেঙ্গী নদীতে পরিষ্কার করছে এক শিশু। বটতলী এলাকা, খাগড়াছড়ি শহর, ১৮ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
৫ / ১৩
সপ্তাহব্যাপী আয়কর মেলার ছিল শেষ দিন সোমবার। শেষ দিনে ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। মেলার ভেতরে জায়গা না পেয়ে অনেকেই মেলার বাইরে মাঠে বসেই ফরম পূরণ করেছেন। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৯ নভেম্বর। ছবি: সাইয়ান
সপ্তাহব্যাপী আয়কর মেলার ছিল শেষ দিন সোমবার। শেষ দিনে ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। মেলার ভেতরে জায়গা না পেয়ে অনেকেই মেলার বাইরে মাঠে বসেই ফরম পূরণ করেছেন। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৯ নভেম্বর। ছবি: সাইয়ান
৬ / ১৩
নির্বাচন কমিশনের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে দেয়াল ও স্থাপনা থেকে ব্যানার, পোস্টার, প্রতীক অপসারণ করা হচ্ছে। অনেক এলাকায় অপসারণ না করা হয়ে থাকলে মোবাইল কোর্টের পরিচালনা করা হচ্ছে। রাস্তার পাশে থাকা একটি নৌকা সরিয়ে নেওয়া হচ্ছে। চৌমাথা এলাকা, বরিশাল, ১৯ নভেম্বর। ছবি: সাইয়ান
নির্বাচন কমিশনের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে দেয়াল ও স্থাপনা থেকে ব্যানার, পোস্টার, প্রতীক অপসারণ করা হচ্ছে। অনেক এলাকায় অপসারণ না করা হয়ে থাকলে মোবাইল কোর্টের পরিচালনা করা হচ্ছে। রাস্তার পাশে থাকা একটি নৌকা সরিয়ে নেওয়া হচ্ছে। চৌমাথা এলাকা, বরিশাল, ১৯ নভেম্বর। ছবি: সাইয়ান
৭ / ১৩
দরজায় কড়া নাড়ছে শীতকাল। শীত নিবারণের জন্য এ সময় বেড়ে যায় লেপ-কম্বলের চাহিদা। শীত জেঁকে বসার আগে লেপ তৈরির ধুম লেগেছে বিভিন্ন এলাকার লেপ-তোশকের দোকানে। ব্যস্ত কারিগরেরাও। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ১৯ নভেম্বর । ছবি: আনিস মাহমুদ
দরজায় কড়া নাড়ছে শীতকাল। শীত নিবারণের জন্য এ সময় বেড়ে যায় লেপ-কম্বলের চাহিদা। শীত জেঁকে বসার আগে লেপ তৈরির ধুম লেগেছে বিভিন্ন এলাকার লেপ-তোশকের দোকানে। ব্যস্ত কারিগরেরাও। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ১৯ নভেম্বর । ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
তফসিল ঘোষণার পর নির্বাচনী আইন অনুযায়ী গতকাল রোববারের (১৮ নভেম্বর) মধ্যে সব ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। অথচ রাজধানীর বিভিন্ন স্থাপনায় ঝোলানো নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করা হয়নি, যা আইন অমান্যের মধ্যে পড়ে।  সদরঘাট লঞ্চ টার্মিনাল ভবন, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: দীপু মালাকার
তফসিল ঘোষণার পর নির্বাচনী আইন অনুযায়ী গতকাল রোববারের (১৮ নভেম্বর) মধ্যে সব ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। অথচ রাজধানীর বিভিন্ন স্থাপনায় ঝোলানো নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করা হয়নি, যা আইন অমান্যের মধ্যে পড়ে। সদরঘাট লঞ্চ টার্মিনাল ভবন, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: দীপু মালাকার
৯ / ১৩
রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায় ঝোলানো নির্বাচনী প্রচারসামগ্রী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অপসারণ করা হয়নি। তফসিল ঘোষণার পর নির্বাচনী আইন অনুযায়ী গতকাল রোববারের (১৮ নভেম্বর) মধ্যে সব ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া ছিল। ঢামেক হাসপাতাল ভবন, ১৯ নভেম্বর। ছবি: দীপু মালাকার
রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায় ঝোলানো নির্বাচনী প্রচারসামগ্রী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অপসারণ করা হয়নি। তফসিল ঘোষণার পর নির্বাচনী আইন অনুযায়ী গতকাল রোববারের (১৮ নভেম্বর) মধ্যে সব ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া ছিল। ঢামেক হাসপাতাল ভবন, ১৯ নভেম্বর। ছবি: দীপু মালাকার
১০ / ১৩
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও নির্বাচনে সব মনোনয়নপ্রত্যাশীর পোস্টার ও ব্যানার সরানো হয়নি। কাকরাইল এলাকা, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও নির্বাচনে সব মনোনয়নপ্রত্যাশীর পোস্টার ও ব্যানার সরানো হয়নি। কাকরাইল এলাকা, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১১ / ১৩
মাজার জিয়ারতের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন এক দোকানি। পাশেই শাহ আলী মাজার। মিরপুর-১, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
মাজার জিয়ারতের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন এক দোকানি। পাশেই শাহ আলী মাজার। মিরপুর-১, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
১২ / ১৩
রাজধানীর অনেক জায়গায় দেয়াল থেকে সরানো হয়েছে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার। সেগুলো সড়কেই পড়ে আছে, এক রিকশাচালক কিছু ছেঁড়া পোস্টার সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। সেগুনবাগিচা এলাকা, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর অনেক জায়গায় দেয়াল থেকে সরানো হয়েছে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার। সেগুলো সড়কেই পড়ে আছে, এক রিকশাচালক কিছু ছেঁড়া পোস্টার সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। সেগুনবাগিচা এলাকা, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৩ / ১৩
নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারে ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ। অনেকে স্থানে এখনো রয়েছে পোস্টার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারে ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ। অনেকে স্থানে এখনো রয়েছে পোস্টার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম